AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তরুণ ও সুন্দর দেখাতে এবং বার্ধক্য ঠেকাতে আজকাল মুড়িমুড়কির মতো টাকা ওড়ায় মানুষ, কত খরচ হয় জানেন?

Anti Aging: বয়সকে ঠেকিয়ে রাখতে অনেকেই গ্লুটাথিয়ন ব্যবহার করেন। কিন্তু, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরণেই ওষুধ খাওয়াও বিপজ্জনক।

তরুণ ও সুন্দর দেখাতে এবং বার্ধক্য ঠেকাতে আজকাল মুড়িমুড়কির মতো টাকা ওড়ায় মানুষ, কত খরচ হয় জানেন?
| Updated on: Jul 04, 2025 | 11:39 PM
Share

কয়েকদিন আগেই মারা গিয়েছেন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে যে বার্ধক্যরোধী চিকিৎসার কারণেই এমন হয়েছে কি না। যদিও এখনও তা নিশ্চিত করা বলা যায় না। তবে, এই ঘটনার পরই শিরোনামে উঠে এসেছে গ্লুটাথিয়েনের মতো বার্ধক্যরোধী ওষুধের নাম।

বয়সকে ঠেকিয়ে রাখতে অনেকেই গ্লুটাথিয়ন ব্যবহার করেন। কিন্তু, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরণেই ওষুধ খাওয়াও বিপজ্জনক। কিন্তু এই গ্লুটাথিয়নের দাম কত ও কোথায় পাওয়া যায়? যে কোনও ই-কমার্স স্টোর ও মেডিক্যাল স্টোরে সহজেই পাওয়া যায় গ্লুটাথিয়ন। ভারতে গ্লুটাথিয়নের ইনজেকশন বা ট্যাবলেটের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে। অনেক মানুষ ও সেলিব্রিটি নিজেকে আরও তরুণ ও সুন্দর দেখানোর আশায় এই ওষুধ নেন।

গ্লুটাথিয়ন আসলে এক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উপস্থিত বিষাক্ত পদার্থ দূর করে। এ ছাড়াও ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত রাখতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল রাখতে ও বার্ধক্য ঠেকাতে এই ওষুধ ব্যবহার করা হয়।

এই ওষুধ মানুষ এক এক ভাবে গ্রহণ করতে, এক এক ধরণের খরচ করে। ইনজেকশনের প্রতি ডোজের জন্য মানুষ ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ করে। ট্যাবলেট বা ক্যাপসুলের জন্য প্রতি মাসে খরচ হয় ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। আর, ফেসিয়াল বা থেরাপির জন্য প্রতি সেশনে ৩ হাজার থেকে ১০ হাজার খরচ করে মানুষ।

চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্লুটাথিয়নের ব্যবহার ক্ষতিকারক হয়। এটি কিডনি, লিভার এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলে।