বড় ঘোষণা! ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে পেতে পারেন ৫ লক্ষ টাকা
Nirmala Sitharaman: ৯০ দিনের মধ্যে পাওয়া যাবে সেই টাকা। রিজার্ভ ব্যাঙ্কের জন্য অপেক্ষা করতে হবে না।
নয়া দিল্লি: যে কোনও ব্যাঙ্কে এ বার আরও নিশ্চিন্তে টাকা রাখতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্ক যদি কোনও কারণে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে তাহলে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার তিন মাসের মধ্যে গ্রাহকরা পাবেন ৫ লক্ষ টাকা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। এ দিন সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে ওই ব্যাঙ্কে থাকা টাকার পাওয়ার জন্য আর রিজার্ভ ব্যাঙ্কের ওপর নির্ভর করতে হবে না
বাজেটেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে রয়েছে যে সব ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। আগে ব্যাঙ্কগুলি সঙ্কটে পড়লে বীমা বাবদ মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেত। কিন্তু সরকারের এই নতুন ঘোষণায় এ বার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদ টাকা পাবেন গ্রাহকরা। সেই টাকা পাওয়ার জন্যে বছরের পর বছর অপেক্ষাও করার প্রয়োজন পড়বে না। গ্রাহকরা টাকা পেয়ে যাবেন মাত্র ৯০ দিনের মধ্যে।
কোনও কারণে ব্যাঙ্ক আর্থিক সঙ্কটে পড়লে ওই ব্যাঙ্কের লেনদেন বন্ধ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সে ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় ব্যাঙ্কের গ্রাহকদের। তাঁদের জমানো টাকা না তুলতে পারলে বিপদে পড়তে হয়। ব্যাঙ্কের গ্রাহকদের সেই ভয় দূর করতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে জানিয়েছেন, আরবিআই ব্যাঙ্কে ‘মোরাটোরিয়াম’ জারি করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাকা পাওয়া যাবে। নির্মলা সীতারমন বলেন, ‘সরকারের এই নয়া সিদ্ধান্তে দেশের ৯৮.৩ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে গেল।’
সাম্প্রতিককালে বিপদে পড়েছেন পঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকেরা। আর্থিক সঙ্কটের জন্য লেনদেন বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতির কথা চিন্তা করেই ‘ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন’ অ্যাক্টে সবুত সংকেত দিয়েছে ক্যাবিনেট। আরও পড়ুন: হাইকোর্টের পর্যবেক্ষণে বঙ্গে এবার ‘ফ্রি-হ্যান্ড’ সিবিআই! তদন্তে অনুমতি লাগবে না রাজ্যের