AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on Unclaimed Assets: ৭৮ হাজার কোটি টাকা পড়ে রয়েছে ব্যাঙ্কে, তুলে নিতে বললেন প্রধানমন্ত্রী

PM Modi News: এদিন দেশের ব্যাঙ্কগুলিতে পড়ে থাকা দাবিদারহীন আমানতের একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন মোদী। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের সমস্ত ব্যাঙ্ক মিলিয়ে দাবিদারহীন সম্পত্তির পরিমাণ ৭৮ হাজার কোটি টাকা। যার মধ্যেই বিমা কোম্পানিগুলির কাছে রয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।

PM Modi on Unclaimed Assets: ৭৮ হাজার কোটি টাকা পড়ে রয়েছে ব্যাঙ্কে, তুলে নিতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI | Getty Image
| Updated on: Dec 10, 2025 | 3:13 PM
Share

নয়াদিল্লি: আপনার অর্থ, আপনার অধিকার। দেশবাসীর উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির হাত ধরে শুরু হল নতুন প্রকল্প। যা দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিদারহীন আমানতকে তুলে দেবে উপযুক্ত গ্রাহকের হাতে। মাত্র কয়েকটি ধাপেই নিজের দাবিদারহীন আমানত খুঁজে, তুলে নিতে পারবেন এই প্রকল্পের হাত ধরে।

গত ৪ঠা অক্টোবর থেকে শুরু হয়েছে এই নতুন উদ্যোগ। যার হাত ধরে এখন থেকেই নিজেদের দীর্ঘদিন ধরে পড়ে থাকা অর্থ ফিরে পেয়েছেন বহু মানুষ। এই প্রকল্প শুরু হওয়ার পর তিন মাসেই মিলেছে বড় সাফল্য। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এখনও পর্যন্ত ২ হাজার কোটি টাকা মূল্যের দাবিদারহীন আমানত ফিরিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মালিকদের।‘ তবে এখনও কেউ যদি নিজের দাবিদারহীন আমানত তুলে নিতে চান, তা হলে নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন জানালেই হবে। সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীও। নিজের সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিদারহীন আমানত সংগ্রহের এটাই উপযুক্ত সময়।’

এদিন দেশের ব্যাঙ্কগুলিতে পড়ে থাকা দাবিদারহীন আমানতের একটি পরিসংখ্যানও তুলে ধরেছেন মোদী। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের সমস্ত ব্যাঙ্ক মিলিয়ে দাবিদারহীন সম্পত্তির পরিমাণ ৭৮ হাজার কোটি টাকা। যার মধ্যেই বিমা কোম্পানিগুলির কাছে রয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির কাছে রয়েছে ৩ হাজার কোটি টাকা। দাবিদারহীন শেয়ার ডিভিডেন্ড রয়েছে ৯ হাজার কোটি টাকা।

কীভাবে আপনার আমানত দাবিদারহীন আমানতের তকমা পায়? রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর নিয়ম অনুযায়ী, যে সব সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা টাকায় ১০ বছরের বেশি সময় হাত পড়েনি বা মেয়াদপূর্তির তারিখ থেকে ১০ বছরের মধ্যে দাবি করা হয়নি, এমন মেয়াদ আমানতগুলিকে দাবিদারহীন আমানত বা ‘আনক্লেমড অ্য়াসেট’ বলে।