Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FD নাকি NSC- কোনটিতে বিনিয়োগ বেশি লাভজনক?

Savings Scheme: পোস্ট অফিসে FD ছাড়াও ছাড়াও ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) নামক বিশেষ স্কিম রয়েছে। এই স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। আবার -তে ১ বছর থেকে একাধিক বছরের জন্য বিনিয়োগ করা যায়। তবে নিশ্চিত ও অতিরিক্ত মুনাফার জন্য কোন স্কিমটি বেশি লাভজনক, তা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। এই দুটি স্কিমে সুক্ষ্ম পার্থক্য রয়েছে।

FD নাকি NSC- কোনটিতে বিনিয়োগ বেশি লাভজনক?
প্রতীকী ছবি।Image Credit source: News9
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 10:10 AM

নয়া দিল্লি: কম সময়ে ও কম টাকা বিনিয়োগে বেশি মুনাফার জন্য আজকাল অধিকাংশই মিউচুয়াল ফান্ড, সিপ-এর মতো স্কিম বেছে নেন। তবে মধ্যবিত্তদের অধিকাংশই অতিরিক্ত মুনাফার বদলে স্থায়ী আমানতের নিরাপত্তা ও নিশ্চিত রিটার্নের দিকে ঝোঁকেন। তাই এঁদের টাকা বিনিয়োগের জন্য প্রথম পছন্দ ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বিভিন্ন স্কিম বা FD।

পোস্ট অফিসে FD ছাড়াও ছাড়াও ন্য়াশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) নামক বিশেষ স্কিম রয়েছে। এই স্কিমে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। আবার FD-তে ৭ দিন থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়। তবে নিশ্চিত ও অতিরিক্ত মুনাফার জন্য কোন স্কিমটি বেশি লাভজনক, তা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। এই দুটি স্কিমে সুক্ষ্ম পার্থক্য রয়েছে। তাই বিনিয়োগ করার আগে দুটি বিষয় বুঝে নিন।

FD বলতে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট বোঝায়। এটি ব্যাঙ্ক ও পোস্ট অফিস থেকে করা যায়। FD-তে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর NSC কেবল পোস্ট অফিসে হয় এবং এই স্কিমে অন্তত ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। দু’টি স্কিমে সুদের হারে ফারাক রয়েছে।

বর্তমানের সুদের হার অনুযায়ী ৫ বছরের NSC-তে ৭.৭ শতাংশ সুদ দেওয়া হয়। এই স্কিমে কর ছাড় পাওয়ার সুবিধা রয়েছে। আর FD-র সুদের হার বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের আলাদা। বিনিয়োগের মেয়াদের উপর সুদের হার নির্ভর করে। পোস্ট অফিসে এক বছরের FD-তে সুদের হার ৬.৯ শতাংশ। দু-বছরের বিনিয়োগে সুদের হার ৭ শতাংশ, আর ৫ বছরের বিনিয়োগে সুদের হার ৭.৫ শতাংশ।

FD করার জন্য গ্রাহককে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। পরিবারের যে কারও সঙ্গে জয়েন্টে এটা করা যায়। আর NSC সন্তানের নামে করা যায়। তবে সন্তানের বয়স ১০ বছর হতে হবে। FD-র মতো এতেও ন্যূনতম ১ হাজার টাকা থেকে যত খুশি বিনিয়োগ করা যায়।