AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Price Drop: কমেছে GST, চলছে সেল! মোবাইল, ফ্রিজ, টিভি; কীসের কত দাম কমছে?

Price Drop After Next Gen GST: দেবীপক্ষের প্রথম দিনে থেকেই গোটা দেশে কার্যকর হয়েছে জিএসটির নতুন কর কাঠামো। ফলে কর কমেছে একাধিক পণ্যে। কর কমায় কমবে সেই সব পণ্যের এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ফলে, কিছুটা হলেও চাপ কমতে চলেছে আমার, আপনার মতো সাধারণ মানুষের পকেটে।

Price Drop: কমেছে GST, চলছে সেল! মোবাইল, ফ্রিজ, টিভি; কীসের কত দাম কমছে?
Image Credit: PTI
| Updated on: Sep 22, 2025 | 8:00 PM
Share

দেবীপক্ষ পড়ে গিয়েছে। আর দেবীপক্ষের প্রথম দিনে থেকেই গোটা দেশে কার্যকর হয়েছে জিএসটির নতুন কর কাঠামো। ফলে কর কমেছে একাধিক পণ্যে। কর কমায় কমবে সেই সব পণ্যের এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ফলে, কিছুটা হলেও চাপ কমতে চলেছে আমার, আপনার মতো সাধারণ মানুষের পকেটে। আর এদিকে, বাঙালি অপেক্ষায় রয়েছে মা দুর্গার মর্ত্যে আগমনের। আর এই সময়ই সেল শুরু হয়েছে দেশের দুই অন্যতম প্রধান ই-কমার্স সাইটে। ফলে, সব মিলিয়ে এক ধাক্কায় কমেছে একাধিক পণ্যের দাম। কিন্তু নতুন জিএসটি আর এই সেল মিলিয়ে পুজোর আগেই কতটা চাপ কমতে চলেছে আপনার পকেটে?

কতটা দাম কমবে?

আগে কোনও ফ্রিজ, এসি বা ৩২ ইঞ্চির চেয়ে বড় টিভি কিনলে আপনাকে দিতে হত ২৮ শতাংশ কর। আর এবার নতুন কর কাঠামোয় সেই কর কমে হয়ে গিয়েছে ১৮ শতাংশ। আর এই কর কমায় উপকৃত হবেন সাধারণ গ্রাহকরাই। একে তো পুজোর আগে হওয়া অ্যামাজন বা ফ্লিপকার্টের সেলে মানুষ অনেক কিছু জিনিস কেনেন। এর মধ্যে যেমন রয়েছে মোবাইল ফোন, ফ্রিজ বা টিভি তেমনই রয়েছে গাড়িও। আর তা ছাড়াও কর কমেছে একাধিক পণ্যে। আচ্ছা, বিষয়টা একটা 4K আল্ট্রা এইচডি টিভির দাম দিয়ে বোঝা যেতে পারে। আজ অ্যামাজনে ওই টিভিটি ৪০ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকায়। টিভিটির ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু ৪৩ হাজার ২০০ টাকা। এই দামের মধ্যে রয়েছে ১৮ শতাংশ জিএসটি। পুরনো কর কাঠামোয় এই টিভির উপর বসত ২৮ শতাংশ জিএসটি। ফলে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হত ৪৬ হাজার ৮৬০ টাকা। এবার অ্যামাজনে এই সেল চালু হওয়ার আগে হয়তো এই টিভিতে পাওয়া যেত ৩০ শতাংশ ছাড়। আর পুরনো দামের উপর যদি ৩০ শতাংশ ছাড় দেওয়া হয় তাহলে দাম দাঁড়ায় ৩২ হাজার ৮০০ টাকায়। ফলে নতুন জিএসটি আর এই সেল, সব মিলিয়ে ওই টিভির দাম কমেছে ৬ হাজার ৮০০ টাকার চেয়ে বেশি।

কিন্তু দাম কমছে কীসের?

একাধিক ইলেকট্রনিক্স পণ্যের দাম কমেছে নতুন এই কর কাঠামোয়। আর তার ফলে সস্তা হবে ওয়াশিং মেশিন, ডিশওয়াসার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার বা ৩২ ইঞ্চির চেয়ে বড় সাইজের টিভি। এমনকি দাম কমছে একাধিক গাড়ি ও মোটরবাইকের। তবে এর মধ্যে একটাই খারাপ খবর। দাম কমছে না মোবাইল ফোনের। তবে, এই সেলের কারণে একাধিক মোবাইল ফোন ৫০ শতাংশের বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। অ্যামাজনে ১ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ টাকার গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা পাওয়া যাচ্ছে ৭১ হাজার ৯৯৯টাকায়। প্রায় ৬০ হাজারের এস ২৪ এফই পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়ে।