AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor-এর আস্থা ও Ramayana, তার পরই চড়চড়িয়ে বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম!

Share Price: ১৫ কোটির বিনিময়ে প্রায় ১২ লক্ষ ৫০ হাজার শেয়ার কিনেছেন রণবীর। আর তারপরই হু হু করে ৪০ শতাংশের বেশি বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম।

Ranbir Kapoor-এর আস্থা ও Ramayana, তার পরই চড়চড়িয়ে বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম!
| Updated on: Jul 17, 2025 | 7:05 PM
Share

ভারতের অন্যতম বড় ভিএফএক্স বা ভিজুয়াল এফেক্টস সংস্থা প্রাইম ফোকাসে বিনিয়োগ করেছেন রণবীর কাপুর। হলিউডের অন্যতম বড় ভিএফএক্স স্টুডিয়ো, ডবল নেগেটিভ না DNEG-র মালিকানা রয়েছে এই প্রাইম ফোকাসের হাতে। আর এই সংস্থাতেই প্রায় ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন অভিনেতা রণবীর কাপুর।

১৫ কোটির বিনিময়ে প্রায় ১২ লক্ষ ৫০ হাজার শেয়ার কিনেছেন রণবীর। অর্থাৎ, তাঁর কেনা একটি শেয়ারের দাম ১২০ টাকা। আর তারপরই হু হু করে ৪০ শতাংশের বেশি বেড়েছে এই সংস্থার শেয়ারের দাম। উল্লেখ্য, ১৭ জুলাই বাজার বন্ধ হওয়ার পর এই সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭০ টাকা ৬৫ পয়সা।

৮ এপ্রিল থেকে ১৬ জুলাইয়ের মধ্যে এই প্রাইম ফোকাসের শেয়ারের দাম বেড়েছে ৯৪ শতাংশেরও বেশি। এখানে বলতে হয় হলিউডের অন্যতম বড় ভিএফএক্স স্টুডিয়ো, ডবল নেগেটিভ না DNEG-র কথাও। এই স্টুডিয়ো একাধিক অস্কার জয়ী সিনেমা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে টেনেট, ডিউন পার্ট ২ বা ওপেনহাইমার। এখনও পর্যন্ত এই স্টুডিয়ো মোট ৮টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে।

রণবীরের আসন্ন সিনেমা রামায়নের গ্রাফিক্স ও ভিজুয়াল এফেক্টস তৈরি করছে এই প্রাইম ফোকাস। ফলে, আগামীতে এই সিনেমা হিট হলে দারুণ লাভের মুখ দেখতে পারে এই প্রাইম ফোকাস। প্রসঙ্গত, প্রাইম ফোকাসের মার্কেট ক্যাপ ৫ হাজার ৪০৮ কোটি টাকা। এসের শেয়ারপ্রতি কোনও আয় নেই। উল্টে খরচ হয়। অর্থাৎ, সংস্থার ব্যালেন্স শিট বলছে প্রাইম ফোকাস এখনও একটি লাভজন সংস্থা নয়।