এবার বাস-ট্রেন-ফ্লাইট থেকে হোটেলও বুক করতে পারবেন Rapido-তে
Rapido: র্যাপিডোর তরফে বলা হয়েছে, ২০২৬ অর্থবর্ষে ভারতের ভ্রমণ বাজার থেকে ৫.৮ লক্ষ কোটি টাকা আয় করা লক্ষ্য। দেশে ভ্রমণ ও পর্যটন সেক্টর ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে মোট ভ্রমণ বুকিংয়ের ৪০ শতাংশেরও কম অনলাইনে হয়। এই মার্কেটই দখল করতে চাইছে র্যাপিডো।

নয়া দিল্লি: তাড়াতাড়ি কোথাও পৌঁছতে হবে, বাসে-ট্রেনে যেতে অনেকটাই সময় লেগে যাবে। তখন ভরসা র্যাপিডো। বাইক ট্যাক্সির পর অ্যাপ ক্যাব হিসাবেও বাজার দখল করছে র্যাপিডো। এবার তাদের ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা। বুধবার, ১৫ অক্টোবর র্যাপিডোর তরফে ঘোষণা করা হয় যে এবার তাদের অ্যাপের মাধ্যমে বাইক, ক্যাবের পাশাপাশি ট্রেন, ফ্লাইট, বাস ও হোটেলের বুকিং করতে পারবেন।
ইউনিকর্ন সংস্থা র্যাপিডো জানিয়েছে, তাদের পরিষেবা আরও বিস্তারিত করছে। এবার বাস, ট্রেন ও ফ্লাইটের টিকিটও বুক করা যাবে অ্যাপের মাধ্যমে। গ্রাহকরা হোটেলও বুক করতে পারবেন। এর জন্য সংস্থা গোআইবিবো (Goibibo), কনফার্মটিকিট (ConfirmTkt) ও রেডবাস (redBus)-র সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে।
র্যাপিডোর তরফে বলা হয়েছে, ২০২৬ অর্থবর্ষে ভারতের ভ্রমণ বাজার থেকে ৫.৮ লক্ষ কোটি টাকা আয় করা লক্ষ্য। দেশে ভ্রমণ ও পর্যটন সেক্টর ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে মোট ভ্রমণ বুকিংয়ের ৪০ শতাংশেরও কম অনলাইনে হয়। এই মার্কেটই দখল করতে চাইছে র্যাপিডো।
র্যাপিডোর দাবি, বর্তমানে তাদের ৫ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে। ভবিষ্যতে কোম্পানির লক্ষ্য, ১০ কোটি নতুন ব্যবহারকারী যুক্ত করা। ভারতের সেকেন্ড ও থার্ড টায়ার শহরগুলিতে এই বৃদ্ধি বিশেষভাবে প্রত্যাশা করা হচ্ছে, যেখানে ডিজিটাল পরিষেবা দ্রুত গ্রহণ করা হচ্ছে।
সিএনবিসির এক প্রতিবেদন অনুসারে, র্যাপিডোর সহ-প্রতিষ্ঠাতা অরবিন্দ সানকা বলেছেন যে, টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে গ্রাহকদের অন্তর্ভুক্তি, বিশ্বাস এবং সাশ্রয়ী মূল্য গুরুত্বপূর্ণ। র্যাপিডো এখন প্রথম মাইল থেকে শেষ মাইল পর্যন্ত প্রতিটি ভারতীয়ের জন্য এক-স্টপ ভ্রমণ অপশন হওয়ার লক্ষ্যে কাজ করছে। ছোট শহরগুলির ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ, সমস্ত প্রয়োজনের জন্য একটি অ্যাপ ব্যবহার করবে, এটাই লক্ষ্য। এবার অ্যাপ বাইক ও ক্যাবে যাতায়াতের পাশাপাশি টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলির ব্যবহারকারীদের জন্য সহজে ফ্লাইট, হোটেল এবং বাস বুকিংয়ের সুবিধা দেওয়া হবে।
নতুন এই ফিচার্সটি আগামী কয়েক সপ্তাহেই অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে, যার একটি বুকিং ইন্টারফেস Goibibo, ConfirmTkt এবং redBus-এর API এবং ইনভেন্টরির সঙ্গে যুক্ত থাকবে।
