AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বদলে গিয়েছে KYC-র নিয়ম, আপনাকে আপডেট করতে হবে কি না, জেনে নিন…

KYC Update: 'কেওয়াইসি'(KYC)-র ফুল ফর্ম হল 'নো ইউর কাস্টমার' (Know Your Customer)। গত ৬ নভেম্বর আরবিআই-র তরফে কেওয়াইসি-র নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আরবিআই জানিয়েছে, এবার থেকে রিস্ক বেসড অ্য়াপ্রোচে কাজ করা হবে।

বদলে গিয়েছে KYC-র নিয়ম, আপনাকে আপডেট করতে হবে কি না, জেনে নিন...
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image & Pixabay
| Updated on: Nov 10, 2024 | 11:38 AM
Share

নয়া দিল্লি: প্রাপ্তবয়স্ক হলেই এখন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। আর অ্যাকাউন্ট সচল রাখতে কেওয়াইসি-র দরকার। কেওয়াইসি না থাকলে অচল হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আটকে যেতে পারে লেনদেনও। এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে এই কেওয়াইসি-র নিয়মে পরিবর্তন আনা হল। নভেম্বর মাস থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে।

‘কেওয়াইসি'(KYC)-র ফুল ফর্ম হল ‘নো ইউর কাস্টমার’ (Know Your Customer)। গত ৬ নভেম্বর আরবিআই-র তরফে কেওয়াইসি-র নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আরবিআই জানিয়েছে, এবার থেকে রিস্ক বেসড অ্য়াপ্রোচে কাজ করা হবে। যে অ্যাকাউন্টে যত ঝুঁকি বেশি, সেই অনুযায়ী কেওয়াইসি আপডেট করতে হবে।

 হাই-রিস্ক কাস্টমার- প্রতি ২ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।

মিডিয়াম রিস্ক কাস্টমার– প্রতি ৮ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।

লো রিস্ক কাস্টমার– প্রতি ১০ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।

সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রিতেও যাবতীয় কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে। গ্রাহকদের বারবার কেওয়াইসি আপডেট করতে বলার বদলে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সাইট থেকেই তথ্য আপডেট করতে বলা হয়েছে।

কোন কোন ক্ষেত্রে গ্রাহককে কেওয়াইসি আপডেট করতে হবে?

  • যদি কোনও তথ্য অসম্পূর্ণ থাকে বা ভুল থাকে।
  • ডাউনলোড করা ডকুমেন্টের যদি মেয়াদ পেরিয়ে যায়।
  • কোনও কারণে যদি অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে।