AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani, Reliance Industries: ৩ মাসে বেড়েছে ৪৬ শতাংশ, অম্বানি কিনলে কোথায় পৌঁছাবে এই সংস্থার দাম?

Mukesh Ambani: ভারতের অন্যতম বৃহৎ রেফ্রিজারেটর প্রস্তুতকার সংস্থাকে এবার কিনে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক হ্যাভেলস।

Mukesh Ambani, Reliance Industries: ৩ মাসে বেড়েছে ৪৬ শতাংশ, অম্বানি কিনলে কোথায় পৌঁছাবে এই সংস্থার দাম?
মুকেশ অম্বানি (ফাইল চিত্র)Image Credit: PTI
| Updated on: Jun 23, 2025 | 6:53 PM
Share

আচ্ছা হঠাৎ যদি আপনি জানতে পারেন যে আপনার বাড়ির ফ্রিজ যে সংস্থা তৈরি করে তার মালিক রিলায়েন্স, কেমন লাগবে আপনার? হ্যাঁ এমনই হতে চলেছে। ভারতের অন্যতম বৃহৎ রেফ্রিজারেটর প্রস্তুতকার সংস্থাকে এবার কিনে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক হ্যাভেলস।

বর্তমানে ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার রয়েছে আমেরিকান প্যারেন্ট সংস্থা ওয়ার্লপুল কর্পোরেশনের হাতে। কিন্তু তারা চাইছে ভারতীয় সংস্থাটিতে তাদের ২০ শতাংশ শেয়ার রেখে বাকি ৩১ শতাংশ বিক্রি করে দিতে। আর এখানেই ঝাঁপিয়ে পড়েছে রিলায়েন্স ও হ্যাভেলস।

বর্তমানে ওয়ার্লপুলের ৪৯ শতাংশ শেয়ারের মধ্যে ২৫.৫২ শতাংশ রয়েছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার হাতে। ১০.৭২ শতাংশ রয়েছে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের হাতে। ১০.১৭ শতাংশ রয়েছে খুচরো বিনিয়োগকারীদের কাছে ও বাকি ২.৫৯ শতাংশ রয়েছে অন্যান্য দেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

মার্চ মাসের ৩ তারিখ থেকে জুনের ২০ তারিখের মধ্যে ৪৬ শতাংশের বেশি বেড়েছে ওয়ার্লপুল অফ ইন্ডিয়ার শেয়ারের দাম। ৩ মার্চ ৯২১ টাকা দাম ছিল এই সংস্থার শেয়ারের। আর সেই দাম গত ৩ মাসে বেড়ে ২০ জুন বাজার বন্ধের সময় গিয়ে দাঁড়ায় ১ হাজার ৩৫০ টাকায়। আর এই সংস্থার শেয়ার রিলায়েন্স যদি কিনে নেয়, তাহলে হু হু করে বাড়বে শেয়ারের দাম, মনে করছেন বিশেষজ্ঞরাই।