EMI, Repo Rate Cut: পুজোর আগেই কি কমবে আপনার লোনের ইএমআই?
Reserve Bank Of India: যদি রিজার্ভ ব্যাঙ্ক সত্যিই সুদ কমায়, তবে ব্যাঙ্কগুলিও বাড়ি বা গাড়ির ঋণে সুদের হার কমাতে বাধ্য হবে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার EMI-এর ওপর, যা আগের থেকে কম হতে পারে।

খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসায় আশার আলো দেখছে স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা। তাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী বৈঠকে রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, সোমবার শীর্ষ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির বৈঠক বসতে চলেছে।
কিন্তু কেন এই সম্ভাবনা?
বিশেষজ্ঞরা দুটি প্রধান কারণ তুলে ধরছেন। প্রথমত, অক্টোবর-নভেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার স্বাভাবিকভাবেই কম থাকে। দ্বিতীয়ত, সম্প্রতি বহু পণ্যের উপর জিএসটি কমানো হয়েছে, যার ফলে সেগুলির দাম আরও কমবে। স্টেট ব্যাঙ্কের অর্থনীতিবিদদের মতে, এই দুইয়ের প্রভাবে মূল্যবৃদ্ধির হার ২ শতাংশের নীচে নেমে আসতে পারে।
এর আগে ফেব্রুয়ারি থেকে তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে RBI।
আপনার জন্য এর মানে কী? যদি রিজার্ভ ব্যাঙ্ক সত্যিই সুদ কমায়, তবে ব্যাঙ্কগুলিও বাড়ি বা গাড়ির ঋণে সুদের হার কমাতে বাধ্য হবে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার EMI-এর ওপর, যা আগের থেকে কম হতে পারে।
স্টেট ব্যাঙ্কের মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের মতে, ২০১৯ সালে কর সংশোধনের পর মূল্যবৃদ্ধি ৩৫ বেসিস পয়েন্ট কমেছিল। এবার ৬৫-৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এখন শিল্পমহল থেকে সাধারণ ঋণগ্রহীতা, সকলেরই নজর রিজার্ভ ব্যাঙ্কের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
