Silver Price: ২ লক্ষ ছুঁয়েই মুখ থুবড়ে পড়বে রুপোরে দাম? কী বলছেন বিশেষজ্ঞরা?
Silver Price Drop: রুপোর এই হুড়মুড়িয়ে উত্থান, বাজারে এক অদ্ভূত প্রশ্নও তৈরি করছে। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, রুপোর এই দাম বৃদ্ধি আসলে একটা বিরাট বাবল তৈরি করছে। আর যখনই নাকি সেই বাবল ফাটবে, ক্ষতিগ্রস্ত হবে রুপোয় বিনিয়োগকারী সকলেই।

ধনতেরাস বা ধন ত্রয়োদশীর ঠিক আগেই ভারতে রুপোর দাম বেড়েছে চড়চড়িয়ে। গত কয়েক দিনের উত্থানে অক্টোবরের ৮ থেকে ১৭, অর্থাৎ এই ১০ দিনের রুপো প্রায় ১৮ শতাংশ রিটার্ন দিয়েছে। সাধারণত এই পরিমাণ রিটার্ন নিফটি ফিফটির মতো সূচক ১ বছরে দিয়ে থাকে। কিন্তু রুপোর এই হুড়মুড়িয়ে উত্থান, বাজারে এক অদ্ভূত প্রশ্নও তৈরি করছে। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, রুপোর এই দাম বৃদ্ধি আসলে একটা বিরাট বাবল তৈরি করছে। আর যখনই নাকি সেই বাবল ফাটবে, ক্ষতিগ্রস্ত হবে রুপোয় বিনিয়োগকারী সকলেই।
১৫ অক্টোবর পর্যন্ত রুপোর ক্রমাগত বৃদ্ধির পর সামান্য হলেও দাম কমেছে। ১৫ অক্টোবর প্রতি কেজিতে দাম ১ লক্ষ ৯০ হাজার ছুঁয়ে ফেলেছিল। তারপর অক্টোবরের ১৭ তারিখ সেই দাম সামান্য কমে ১ লক্ষ ৮৮ হাজার ৯০০ টাকায় দাঁড়িয়েছে। আসলে, বিশ্বজুড়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বৃদ্ধির কারণেই এমন অবস্থা রুপোর বাজারের।
কেন দাম বাড়ছে রুপোর?
ইলেকট্রিক ভেহিকল, সোলার প্যানেল এবং সেমিকন্ডাক্টর তৈরির মতো শিল্পে রুপোর ব্যবহার বেড়েছে। আর এই সব শিল্পে রুপোর ব্যবহার বাড়াতেই বেড়েছে রুপোর দাম। এ ছাড়াও বাজারে চাহিদাও বেড়েছে রুপোর। আর চাহিদা বাড়ায় বেড়েছে রুপোর দামও।
রুপোর দাম কি কমবে?
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে রুপোর দাম কমার সম্ভাবনা রয়েছে। অগমেন্টের রিসার্চ হেড রেনিশা চৈনানি জানান, উৎসবের মরশুম শেষ হলে বাজারের এই অস্থিরতা কমতে পারে। তাঁর মতে, রুপোর দাম এই মুহূর্তে অনেকটাই বেশি আর এই বাড়তি দামের একটা ‘টেকনিক্যাল কারেকশন’ আগামীতে হতে পারে।
তবে একটি রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে রুপোর দাম আরও বাড়বে। ২০২৭ সালের মধ্যে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৪৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ, এই দাম বৃদ্ধি শুধু জল্পনার ভিত্তিতে নয়। তার পিছনে থাকবে সৌরবিদ্যুৎ বা ইলেকট্রনিক্স শিল্পের বিরাট এক চাহিদা। আর তাই, যদিও উৎসবের পর দাম সামান্য কমেও, একাধিক কারণে রুপোর ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল।
