Share Market: ভোটের জন্যই শেয়ার বাজারে লাগাতার ধস?

Share Market: ভোটের কারণেই কী টালমাটাল অবস্থা দালাল স্ট্রিটের? প্রশ্নটা ঘুরছে ক’দিন থেকেই। অনেক বাজার বিশেষজ্ঞের মতে ভোটের মরসুমে বাজার খানিক দোলাচলে থাকে। স্থায়ী সরকার তৈরি হওয়া না পর্যন্ত সেই অবস্থা কাটে না।

Share Market: ভোটের জন্যই শেয়ার বাজারে লাগাতার ধস?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Apr 18, 2024 | 9:10 PM

কলকাতা: বিগত কয়েক দিন ধরে সময়টা একদমই ভাল যাচ্ছে না শেয়ার বাজারে। টানা চতুর্থ দিন লাগাতার ধসের মুখে দালাল স্ট্রিট। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্সে আড়াই হাজারেরও বেশি পয়েন্টের পতন দেখা গিয়েছে। অন্যদিকে, নিফটিতেও প্রায় ৭৫০ পয়েন্টের পতন দেখা গিয়েছে। প্রায় নয় লক্ষ টাকা ক্ষতির মুখোমুখি হয়েছেন বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিন আরও পতন দেখা যেতে পারে শেয়ার পাড়ায়। 

১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। শাসক থেকে বিরোধী, গোটা দেশেই জোরকদমে ভোট প্রচার করছে সব শিবির। শেষ লোকসভা ভোট জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারেও জয়ের ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী। বিজেপি নেতারা বলছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের জন্য দেশে ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে জয়েক ব্যাপারে আবার আত্মবিশ্বাসী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের নেতারাও। কিন্তু, ভোট যত এগিয়ে আসছে ততই শেয়ার বাজারে লাগাতার ধসের ছবি দেখা গিয়েছে। 

ভোটের কারণেই কী টালমাটাল অবস্থা দালাল স্ট্রিটের? প্রশ্নটা ঘুরছে ক’দিন থেকেই। অনেক বাজার বিশেষজ্ঞের মতে ভোটের মরসুমে বাজার খানিক দোলাচলে থাকে। স্থায়ী সরকার তৈরি হওয়া না পর্যন্ত সেই অবস্থা কাটে না। প্রসঙ্গত, এবার গোটা দেশে সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। শেষ হবে ১ জুন। ভোটের রেজাল্ট বের হচ্ছে ৪ জুন। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।