AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ বদল, AI যুদ্ধের নতুন Base Camp এবার ভারত!

ChatGPT, India: এই সপ্তাহেই চ্যাট-জিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেন এআই যখন ভারতে তাদের নতুন অফিস খোলার পরিকল্পনার কথা অফিসিয়ালি জানায়। তখনই ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে ঢুকে পড়েছে।

হঠাৎ বদল, AI যুদ্ধের নতুন Base Camp এবার ভারত!
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Aug 25, 2025 | 4:44 PM
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ‘ঘোর বাস্তব’। আর এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতে এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সংখ্যার নিরিখে ২ নম্বরে রয়েছে। বলাই যায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারের দিক থেকে আমেরিকার পরই আসে আমাদের দেশ। তবে, আপাতত শুধু ব্যবহারকারীর তকমা ঝেড়ে ফেলতে তৈরি আমাদের দেশ। গোটা বিশ্বে একাধিক সংস্থার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে লড়াই চলছে তার মধ্যে হঠাৎই এসে পড়েছে আমাদের দেশ।

এই সপ্তাহেই চ্যাট-জিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেন এআই যখন ভারতে তাদের নতুন অফিস খোলার পরিকল্পনার কথা অফিসিয়ালি জানায়। তখনই ভারত এই দৌড়ে ঢুকে পড়েছে। ওপেন এআই-এর জন্য এই পদক্ষেপ করা একেবারেই প্রতীকী নয়। কারণ, ভারত ইতিমধ্যেই চ্যাট-জিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। এবং অন্যান্য দেশের তুলনায় ভারতে কৃত্রম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্যতা বাড়ছে অতি দ্রুত। সাপ্তাহিক গড়ো ব্যবহারকারীর সংখ্যা এক বছরে বেড়েছে চার গুণ।

ভারতের আরও একটা বিশেষ ব্যাপার হল, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই ছাত্রছাত্রী। এ ছাড়াও ওপেন এআই-এর ডেভেলপারদের বাজার দেখলে সেখানে ভারতের স্থান আবার পঞ্চম। ভারতের জন্য ইতিমধ্যে ইউপিআই ইন্টিগ্রেটেড কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম লঞ্চ করেছে চ্যাট-জিপিটি। ভারতের প্রাইস সেন্সেটিভ বাজারকে টার্গেট করে মাত্র ৩৯৯ টাকায় তারা শুরু করেছে চ্যাট-জিপিটি গো।

এ ছাড়াও ওপেন এআই ইতিমধ্যে জিপিটি-৫-এ ভারতীয় ভাষা যুক্ত করার কাজ শুরু করে দিয়েছে। ভারতের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে তারা ওপেন এআই অ্যাকাডেমির মতো উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য ওপেন এআই ‘স্টাডি মোড’ নিয়ে আসতে চলেছে।

এই মাসের শেষের দিকে ভারতে তাদের প্রথম এডুকেশন সামিট করতে চলেছে। তারপর এই বছরের শেষের দিকে করবে ডেভেলপার্স ডে। ইতিমধ্যেই সব কিছুর জন্য নিয়োগও শুরু করে দিয়েছে ওপেন এআই।