AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Artillery Guns: সেনার হয়ে চিন-পাকিস্তানের ঘুম ওড়াবে টাটা

Tata Artillery Guns: অতি শক্তিশালী ভারী কামান, যাকে বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধে ভারতের তৈরি গেমচেঞ্জার। কামানের ডিজাইন ডিআরডিওর। তৈরি করেছে দুই বেসরকারি সংস্থা Bharat Forge Limited আর Tata Advanced Systems Limited। কামানের ওজন ১৫ টন।

Tata Artillery Guns: সেনার হয়ে চিন-পাকিস্তানের ঘুম ওড়াবে টাটা
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Jul 16, 2025 | 8:58 PM
Share

নয়াদিল্লি: আটের দশকে সুইডেন থেকে ভারতে এসেছিল বফর্স কামান। দুর্নীতির অভিযোগ ওঠায় বফর্সের জন্যই গদি গিয়েছিল রাজীব গান্ধীর। পরে কার্গিলের যুদ্ধে বফর্সের জয়জয়কার, আর রাজীব দেখে যেতে পারেননি। সেই সময় থেকেই চেষ্টা শুরু হয়েছিল। এত কাজের একটা জিনিস, যদি দেশেই তৈরি করা যায়। অবশেষে আড়াই দশক পর এল সাফল্য।

ভারতের প্রথম হোম মেড হাউইত্‍জার। পোশাকি নাম Advanced Towed Artillery Gun System, ATAGS। অতি শক্তিশালী ভারী কামান, যাকে বলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধে ভারতের তৈরি গেমচেঞ্জার। কামানের ডিজাইন ডিআরডিওর। তৈরি করেছে দুই বেসরকারি সংস্থা Bharat Forge Limited আর Tata Advanced Systems Limited। কামানের ওজন ১৫ টন।

যে গাড়ির ওপর কামান বসানো, সেটার ওজনও ১৫ টন। এরপরেও এর গতি সমতলে ঘণ্টায় ৯০ কিলোমিটার। রুক্ষ এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার। রাজস্থানের তীব্র গরম বা সিয়াচেনের তীব্র ঠান্ডা। সবরকম টেরাইনে, সবরকম আবহাওয়ায় সমান কার্যকর এই কামান। নিষ্ক্রিয় অবস্থা থেকে মাত্র ৮৫ সেকেন্ডের মধ্যে সক্রিয় হয়ে উঠে গোলা ছুঁড়তে পারে এই কামান। প্রায় ৫০ কিলোমিটার দূর পর্যন্ত যে কোনও টার্গেটকে ধুলো করে দিতে পারে এর গোলা। হিট করার পর বুলস আই থেকে ৫০ বর্গমিটার এলাকা পর্যন্ত এ কিছুই আস্ত রাখবে না। ১ মিনিটে ৫ রাউন্ড ফায়ারের ক্ষমতাও রয়েছে। ফলে শত্রুর পালানোর কোনও পথ নেই।

এই কামানের বুলেটপ্রুফ কেবিনে ৭ জন সেনাকর্মী থাকতে পারেন। কোথায় হামলা চালাতে হবে সে তথ্য একবার সেট করে দিলে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুঁড়তে পারে আমাদের হোম গ্রোন হাউইত্‍জার। একটা কথা জানিয়ে রাখি। যুদ্ধক্ষেত্রে যে কোনও ভারি কামান ব্যবহারের একটা অসুবিধা হল যে দ্রুত এর অবস্থান জেনে যায় শত্রুপক্ষ। তবে, আমাদের এই আর্টিলারি গানে সে সম্ভাবনা কম। এর বিশেষ সুবিধা হল গোলা ছোড়ার পর শত্রু পক্ষ যাতে এর অবস্থান জানতে না পারে তার জন্য একে দ্রুত সরিয়ে ফেলা যায়। আর অল্প কিছু টেস্টের পর এক বছরের মধ্যেই ভারতীয় সেনায় মোতায়েন হয়ে যাবে এই দেশি কামান। প্রথম দফায় ১৮টা হোম মেড হাউইত্‍জারের জন্য সরকারের খরচ হচ্ছে প্রায় ৭ হাজার কোটি টাকা। ভারতীয় সেনায় যেসব এলিট ফোর্স রয়েছে, তারা এমনিতেই ইনভিনসেবল বলে পরিচিত। নতুন কামান তাদের শক্তি আরও বাড়িয়ে দেবে। আর, চিন-পাকিস্তানের রাতে ঘুম একটু কম হবে আর কী।