বাইকের দাম বেড়েছে সামান্যই, Royal Enfield-এর শেয়ারের দাম ১৫ বছরে কোথায় গিয়েছে জানেন?
Royal Enfield Bullet: ১৫ বছর আগে যে মানুষটা ৯৯ হাজার টাকা দিয়ে বুলেট কিনেছিল, সে যদি ওই টাকাটা সেদিন রয়্যাল এনফিল্ডের শেয়ারে বিনিয়োগ করত, তাহলে কী হত?

রয়্যাল এনফিল্ড, নাম শুনলেই যারা বাইক ভালবাসে, তাদের মনের মধ্যে একটা অন্য রকম অনুভূতি হয়। ওই ভট ভট আওয়াজ করা একটা ‘বুলেট’ কিম্বা ‘মিটিয়র’ নিয়ে নিজের বান্ধবীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার স্বপ্ন মনে হয় সব কিশোরই দেখে। বা অনেকে স্বপ দেখে বাইকের পিছনে বান্ধবীকে বসিয়ে একটা হাইওয়ে রাইডের।
বর্তমানে একটি রয়্যাল এনফিল্ড বুলেটের দাম শুরু হয় ১ লক্ষ ৩৪ হাজার টাকার আশেপাশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে একটা বুলেটের দাম শুরু হত ৯৯ হাজার টাকা থেকে। অর্থাৎ, ১৫ বছরে রয়্যাল এনফিল্ড বুলেটের দাম বেড়েছে ৩৩ শতাংশ।
কিন্তু ১৫ বছর আগে যে মানুষটা ৯৯ হাজার টাকা দিয়ে বুলেট কিনেছিল, সে যদি ওই টাকাটা সেদিন রয়্যাল এনফিল্ডের শেয়ারে বিনিয়োগ করত, তাহলে কী হত?
১৫ বছর আগে রয়্যাল এনফিল্ডের প্যারেন্ট সংস্থা আইখার মোটরসের শেয়ারের দাম ছিল ৬২ টাকা। আর বর্তমানে প্রায় ৮৮৫০ গুণ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। আজ আইখার মোটরসের ১টি শেয়ারের দাম ৫ হাজার ৫৪৮ টাকা।
১৫ বছর আগে অর্থাৎ, ২০১০ সালে কেউ যদি ৯৯ হাজার টাকার আইখার মোটরসের শেয়ার কিনত। তাহলে সেই সময় ১ হাজার ৫৯৬টি শেয়ার মিলত ওই টাকায়। আর আজ সেই পরিমাণ শেয়ারের দাম হত ৮৮ লক্ষ ৫৪ হাজার ৬০৮ টাকা!
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





