Post Office Schemes: পোস্ট অফিসে এই স্কিমগুলিতে বিনিয়োগে আকর্ষণীয় হারে পাবেন সুদ

Post Office Schemes: একাধিক স্কিমে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে পোস্ট অফিসে। এই স্কিমে টাকা রেখে সঞ্চয় বাড়িয়ে নিতে পারেন বিনিয়োগকারীরা।

Post Office Schemes: পোস্ট অফিসে এই স্কিমগুলিতে বিনিয়োগে আকর্ষণীয় হারে পাবেন সুদ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 9:53 PM

ব্যাঙ্কের মতোই পোস্ট অফিসও (Post Office) গ্রাহকদের সঞ্চয়ের জন্য একাধিক স্কিম অফার করে থাকে। এই ধরনের সেভিংস স্কিমের ক্ষেত্রে তিন মাসে একবার সুদের হারের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যেহেতু এইসব স্কিম সরকারের দ্বারা সমর্থিত তাই রিটার্ন নিশ্চিত। এই ধরনের স্কিমগুলি হল NSC, SCSS, PPF। আয়কর আইন, ১৯৬১ -র ৮০ সি ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায় এইসব স্কিমগুলিতে।

২০২২ সালের ৩০ ডিসেম্বরই ২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করা হয়েছে। পরবর্তী সুদের হার ঘোষণা করা হবে মার্চের শেষে বা ১ এপ্রিল। পোস্ট অফিসের এই ধরনের স্মল সেভিংস স্কিমে সম্প্রতি কত হারে বিনিয়োগকারীরা সুদ পাবেন এক নজরে দেখে নিন।

  • পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ মিলছে।
  • ১ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ৬.৬ শতাংশ। অর্থাৎ, ১০০০০ টাকায় ৬৭৭ টাকা সুদ পাবেন বিনিয়োগকারীরা।
  • ২ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৮ শতাংশ। অর্থাৎ, ১০০০০ টাকায় ৬৯৭ টাকা সুদ পাবেন বিনিয়োগকারীরা।
  • ৩ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৯ শতাংশ। অর্থাৎ, ১০০০০ টাকায় ৭০৮ টাকা সুদ পাবেন বিনিয়োগকারীরা।
  • ৫ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ। অর্থাৎ, ১০০০০ টাকায় ৭১৮ টাকা সুদ পাবেন বিনিয়োগকারীরা।
  • ৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৫.৮ শতাংশ।
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) সুদের হার মিলবে ৮ শতাংশ। ১০,০০০ টাকা বিনিয়োগে তিনমাসে সুদ মিলবে ২০০ টাকা।
  • মাসিক ইনকাম অ্যাকাউন্টে (Monthly Income Account) সুদের হার ৭.১ শতাংশ। ১০,০০০ টাকার বিনিয়োগে মাসিক সুদ মিলবে ৫৯ টাকা।
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) বার্ষিক ৭ শতাংশ হারে মিলবে সুদ। ১,০০০ টাকার ডিপোজিটে ম্যাচুরিটি ভ্যালু হবে ১৪০৩ টাকা।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে (Public Provident Fund Scheme) সুদ মিলবে ৭.১ শতাংশ হারে।
  • কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)-তে সুদ মিলবে ৭.২ শতাংশ হারে। ১২০ মাসে এই স্কিমের মেয়াদ শেষ হবে।
  • সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে (Sukanya Samriddhi Account Scheme) ৭.৬ শতাংশ হারে মিলবে সুদ।