Aadhaar Card: মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে? সহজেই এইভাবে আধার কার্ডে করুন আপডেট

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Jan 15, 2023 | 9:47 PM

Aadhaar Card: মোবাইল নম্বর পরিবর্তন হলে সহজেই এবার আধার কার্ডে আপডেট করতে পারেন। তার জন্য আধার এনরোলমেন্ট অফিসে যেতে হবে গ্রাহকদের।

Aadhaar Card: মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে? সহজেই এইভাবে আধার কার্ডে করুন আপডেট
প্রতীকী ছবি

বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র হল আধার কার্ড (Aadhaar Card)। অনলাইনে কোনও ঝামেলা ছাড়াই বিভিন্ন পরিষেবা পেতে সাধারণত আধার কার্ডের ব্যবহার করা হয়। আর আপনি যদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড আপ টু ডেট রাখেন তাহলে আপনি খুব সহজে ও তাড়াতাড়ি ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এছাড়াও আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেটেড রাখার আরও অনেকগুলি সুবিধা রয়েছে। ১২ অঙ্কের ভার্চুয়াল আইডির সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে আধার ভিত্তিক KYC আপডেট অনলাইনেই করতে পারেন গ্রাহকরা। তাই ফোন নম্বর পরিবর্তন হলেই সঙ্গে সঙ্গে আধার কার্ডে তা আপডেট করা উচিত। আর এতে কোনও চিন্তারও কারণ নেই গ্রাহকদের। খুব সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করেই আধারের ফোন নম্বর আপডেট করতে পারেন তাঁরা। ফোন নম্বর আপডেট করতে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে গ্রাহকদের।

আধার কার্ডে কীভাবে মোবাইল নম্বর আপডেট করবেন জেনে নিন:

এই খবরটিও পড়ুন

  • UIDAI-র ওয়েবসাইটে গিয়ে বা আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অ্য়াপয়েন্টমেন্ট নিন।
  • অ্য়াপয়েন্টমেন্টের দিনে আধার আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অফিসিয়াল এক্সিকিউটিভের সঙ্গে দেখা করুন।
  • এক্সিকিউটিভের কাছে আধার এনরোলমেন্ট জমা দিন।
  • বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে এক্সিকিউটিভ আপনার তথ্য যাচাই করবেন।
  • তারপর এক্সিকিউটিভ আপনার ফোন নম্বর আপডেট করবেন।
  • এই আধার আপডেট পরিষেবার জন্য আপনাকে সামান্য ফি দিতে হবে।
  • সেই আধিকারিক একটি স্লিপ দেবে। URN নম্বর থাকবে সেই স্লিপে। সেই নম্বর ব্যবহার করে আপনি আধার কার্ডের স্টেটাস ট্র্যাক করতে পারবেন।
  • আর আপনার ফোন নম্বর আপডেট হলেই ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla