Saving schemes for women: ২০২৫ সালে মহিলাদের ‘সোনা’-য় সোহাগা হওয়ার সুযোগ, কোথায় বিনিয়োগ করবেন?

Jan 03, 2025 | 8:34 PM

Saving schemes for women: সোনার দাম প্রায় প্রতিদিন বাড়ছে। নতুন বছরের সোনার দাম প্রায় ৯০০ টাকা বেড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮১ হাজার ৫১৮ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সাল শেষ হতে হতে লাখের ঘরে পৌঁছে যাবে সোনা।

Saving schemes for women: ২০২৫ সালে মহিলাদের সোনা-য় সোহাগা হওয়ার সুযোগ, কোথায় বিনিয়োগ করবেন?
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: একসময় বাড়ির ঠাকুমা-দিদিমারা হাঁড়িতে টাকা সরিয়ে রাখতেন। সেই টাকার খোঁজ শুধু তাঁদের কাছেই থাকত। কিন্তু, পরিবারের দরকারে সঙ্গে সঙ্গে সেই টাকা দিতেন তাঁরা। তাঁদের সেই সঞ্চয়ই অনেক সময় পরিবারের আর্থিক সংকটে কাজে লেগেছে। এখনও পরিবারের আর্থিক অসুবিধায় মহিলারা তাঁদের সঞ্চয় এগিয়ে দেন। ফলে মহিলারা যত বেশি সঞ্চয় করবেন, পরিবারের জন্য তা তত সুবিধাজনক।

কীভাবে মহিলারা তাঁদের সঞ্চয় বাড়াতে পারেন?

এখনই কিনে রাখুন সোনা-

এই খবরটিও পড়ুন

সোনার দাম প্রায় প্রতিদিন বাড়ছে। নতুন বছরের সোনার দাম প্রায় ৯০০ টাকা বেড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৮১ হাজার ৫১৮ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সাল শেষ হতে হতে লাখের ঘরে পৌঁছে যাবে সোনা। আর যদি সোনার দাম কমে, তাও খুব একটা কমবে না। ফলে মহিলারা সোনা কিনে রাখলে, ভবিষ্যতে লাভবান হবেন।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ-

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ছে। ঠিকঠাক বিনিয়োগ করলে দ্রুত লাভের মুখ দেখা যায়। আবার অনেক সময় ক্ষতির মুখেও পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজার সম্পর্কে বিশেষ কিছু জানা না থাকলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ভাল। কারণ, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নানা রিসার্চের পর আপনার বিনিয়োগের অর্থ আলাদা আলাদা কম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয়। মহিলারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। ২০২৪ সালে একাধিক মিউচুয়াল ফান্ডে ৪০ থেকে ৫০ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে।

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র-

২০২৩ সালের মার্চে দেশে এই প্রকল্প শুরু হয়েছে। দেশের গ্রামীণ এলাকায় যেসব মহিলা সোনা কিনতে পারেন না। কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন না। তাঁরা কেন্দ্রের এই প্রকল্প সঞ্চয় করতে পারেন। নিকটবর্তী ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়া যায়। সাড়ে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ২ বছরের প্রকল্প। তবে তার আগেও পরিবারের প্রয়োজনে টাকা তুলতে পারবেন মহিলারা।

 

Next Article