PM Narendra Modi: দিল্লির ‘আপদ’ কে? ভোটের আগে খোলসা করলেন মোদী
PM Narendra Modi: আবগারি নীতি দুর্নীতি মামলায় আপের একাধিক নেতা-মন্ত্রীর জেল হয়েছে। জেলে হতে হয়েছে কেজরীবালকেও। আপাতত জামিনে মুক্ত তিনি। তবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। এদিন মোদী বলেন, "চুরি করার পর আবার ঔদ্ধত্য দেখাচ্ছে।"
নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে দিল্লি বিধানসভা নির্বাচন। ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার রাজধানীতে এক জনসভা থেকে আম আদমি পার্টিকে (আপ) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকে ‘আপদ’ বলে কটাক্ষ করলেন।
শুক্রবার অশোক বিহারে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তারপর রামলীলা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখেন। আর সেখান বক্তব্য রাখতে গিয়েই দিল্লির আপ সরকারকে তীব্র আক্রমণ করেন। ২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। অরবিন্দ কেজরীবালের দলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “গত ১০ বছর দিল্লিকে ঘিরে রয়েছে এক আপদ।”
আবগারি নীতি দুর্নীতি মামলায় আপের একাধিক নেতা-মন্ত্রীর জেল হয়েছে। জেলে হতে হয়েছে কেজরীবালকেও। আপাতত জামিনে মুক্ত তিনি। তবে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। এদিন মোদী বলেন, “চুরি করার পর আবার ঔদ্ধত্য দেখাচ্ছে।” আন্না হাজারেকে সামনে রেখে কয়েকজন ‘কট্টর বেইমান’ দিল্লিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন বলে তোপ দাগেন তিনি।
এই খবরটিও পড়ুন
গরিবের বাড়ির স্বপ্ন পূরণে তাঁর লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “দেশ ভালভাবেই জানে যে মোদী কখনও নিজের জন্য বাড়ি করেনি। কিন্তু, গরিবদের জন্য ৪ কোটি বেশি বাড়ি তৈরি করেছেন।” কেজরীবালের ‘শিশমহল’ বাসভবনকে কটাক্ষ করে বলেন, “আমিও কোনও শিশমহল বানাতে পারতাম।” যমুনী নদী পরিষ্কার নিয়েও আপ সরকার কোনও উদ্যোগ নেয়নি বলে তোপ দাগেন তিনি।
২০২৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে মোদী বলেন, “এই আপদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন দিল্লির মানুষ। এই আপদকে দিল্লি থেকে মুক্ত করতে মনস্থির করেছেন তাঁরা।” দিল্লিবাসীর উদ্দেশে মোদীর আহ্বান, “আপদ বিদেয় করতে হবে। বিজেপিকে আনতে হবে।”