রমজান মাসে সলমনের হাতে রাম জন্মভূমি ঘড়ি, দাম শুনলে চমকে উঠবেন
Viral Picture: প্রতিবার এই ইদ উপলক্ষে তিনি বিশেষ ছবির আয়োজন করে থাকেন। যদিও কয়েকটা বছর তার ব্যতিক্রম হতেও দেখা যায়। তবে ২০২৫-এ অনুরাগীদের নিরাশ করছেন না ভাইজান। আসছে 'সিকন্দর'।

চলছে ইসলামদের পবিত্র রমজান মাস। কয়েকদিন পরই ইদ। এই বিশেষ তিথিতে প্রতিটা সেলিব্রিটিরই ঝুলিতে কিছু না কিছু উপহার থাকে অনুরাগীদের জন্যে। সেই তালিকায় প্রথম স্থানে থাকেন যিনি, তিনি হলেন সলমন খান। প্রতিবার এই ইদ উপলক্ষে তিনি বিশেষ ছবির আয়োজন করে থাকেন। যদিও কয়েকটা বছর তার ব্যতিক্রম হতেও দেখা যায়। তবে ২০২৫-এ অনুরাগীদের নিরাশ করছেন না ভাইজান। আসছে ‘সিকন্দর’। এই ছবি নিয়ে দর্শক মনে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে ভাইরাল হলেন ভাইজান। নাহ, এবার ছবির কারণে নয়, বরং তাঁর হাতে থাকা ঘড়ির কারণে। এই ছবি যেন সম্প্রীতির বার্তাই বহন করছে। লাইক-কমেন্টে ভরছে ভাইজানের পোস্ট।
View this post on Instagram
একদিকে যেমন ইদ আসছে, তেমনই আসছে রাম নবমী। আর তারই কিছুদিন আগে রাম জন্মভূমির ঘড়ি পরে পোজ় দিলেন সলমন খান। ক্যাপশনে লিখলেন, ‘৩০ মার্চ সিনেমাহলে দেখা হচ্ছে’। ছবি দেখা মাত্রই একশ্রেণি ভাইজানকে ভালবাসায় ভরিয়ে দিলেন।
View this post on Instagram
তবে কেবল সলমন নয়, মাস দুয়েক আগে এই ঘড়ি পরেই সকলের নজর কেড়েছিলেন অভিষেক বচ্চন। ISPL- ম্যাচের সময় এই ঘড়ি হাতে পরেছিলেন অভিষেক। তবে অভিষেক বচ্চনের হাতে যে এজিশনটা ছিল, তার দাম ৩৪ লাখ টাকা। সলমনের হাতে থাকা ঘড়ির দাম ৬১ লাখ টাকা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি।





