Tomato Seller Crorepati: টমেটো বিক্রি করে কয়েক মাসেই কোটিপতি, কৃষককে অভিনন্দন জানালেন খোদ মুখ্যমন্ত্রী
Tomato Seller Crorepati: গত ৪ বছর ধরে ৪০ একর জায়গা জুড়ে টমেটো ফলাচ্ছেন তিনি।
হায়দরাবাদ: বর্তমানে টমেটোর দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও কিছুদিন আগেই মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে গিয়েছিল সেই দাম। কোথাও কোথায়ও ৩০০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হয়েছে টমেটো। আর সেই টমেটো বিক্রি করেই কোটি কোটি টাকা আয় করেছেন একাধিক কৃষক। কিছুদিন আগেই কর্নাটকের দুই কৃষক সম্পর্কে জানা গিয়েছিল, তাঁরা লক্ষ লক্ষ টাকা আয় করেছেন টমেটো বিক্রি করে। আর এবার তেলঙ্গানা। লক্ষ নয় কোটিতে উপার্জন করেছেন সে রাজ্যের এক কৃষক।
তেলঙ্গানার মেদক জেলার ওই কৃষক গত এক মাসে ২ কোটি টাকার টমেটো বিক্রি করেছেন বলে জানা গিয়েছেন। অপর একটি ফসল বিক্রি করেছেন ১ কোটি টাকার। মেদকের কাউদিপাল্লিগ মহম্মদ নগরের বাসিন্দা এই কৃষকের নাম বংশুভাদা মহিপাল। জানা গিয়েছে, পেশায় কৃষক ওই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে অনুপ্রেরণা জোগাচ্ছেন বহু কৃষককে।
জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশ ও অন্যান্য জায়গা থেকে যথেষ্ট টমেটোর জোগান আসছিল না। হায়দরাবাদ বাজারে টমেটোর চাহিদা মেটান এই কৃষকই। সেই সময় টমেটোর দাম ছিল ১৫০ টাকা প্রতি কেজি। এক মাসে ওই কৃষক ৮০০০ ক্রেট বা টমেটো বিক্রি করেছেন। একেকটি ক্রেটে ছিল ২৫ কেজি করে টমোটো।
চলতি বছরের এপ্রিল মাসে টমেটো ফলাতে শুরু করেন তিনি। গত ৪ বছর ধরে ৪০ একর জায়গা জুড়ে টমেটো ফলাচ্ছেন তিনি। কৃষক জানিয়েছেন, চাষ করতে একর প্রতি তাঁর খরচ হয়েছে ২ লক্ষ টাকা করে।
এক সিজনে ৩ কোটি টাকা উপার্জন করায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ওই কৃষককে অভিনন্দন জানিয়েছেন। কৃষক জানান, দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর ছেড়ে দিয়েছিলেন ২০ বছর। আজ তাঁর সাফল্যের চাবিকাঠি সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন অন্যান্য রাজ্যের কৃষকেরাও।