Income Tax Returns: ২০২২-২৩ অর্থবছরে আইটিআর ফাইল হয়েছে ৭.৪ কোটি: নির্মলা সীতারামন

Income Tax Returns on FY 2022-23: আইটি রিটার্ন দাখিলের যে তথ্য দিয়েছেন সীতারামন, তাতে দেখা যাচ্ছে গত চার বছরে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা অনেকটাই বেড়েছে। করদাতার সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Income Tax Returns: ২০২২-২৩ অর্থবছরে আইটিআর ফাইল হয়েছে ৭.৪ কোটি: নির্মলা সীতারামন
সংসদ চত্বরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:39 AM

নয়া দিল্লি: ২০২২-২৩ সালে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ৬.১৮ শতাংশ বেড়েছে। মোট ৭.৪০ কোটিরও বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে শূন্য কর ঘোষণা করা হয়েছে প্রায় ৫.১৬ কোটি। সোমবার, লোকসভা এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ৬.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

২০২২-২৩ অর্থবর্ষে ভারতের মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ২০.৩৩ শতাংশ বেড়ে ১৯.৬৮ লক্ষ কোটি টাকা হয়েছে। রিটার্ন দাখিলের যে তথ্য দিয়েছেন সীতারামন, তাতে দেখা যাচ্ছে গত চার বছরে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা অনেকটাই বেড়েছে।

২০২২-২৩ সালে ৭.৪০ কোটির বেশি আইটিআর ফাইল করা হয়েছিল। এর মধ্যে ৫.১৬ কোটি ক্ষেত্রে শূন্য কর দায়বদ্ধতা ছিল। অর্থাৎ, ৫.১৬টি সংস্থা বা ব্যক্তি জানিয়েছেন, তাদের কোনও কর দিতে হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে, ৬.৯৪ কোটির বেশি আইটিআর ফাইল করা হয়েছিল। এর মধ্যে শূন্য কর দায়বদ্ধতা ছিল ৫.০৫ কোটির বেশি।

২০২০-২১ এবং ২০১৯-২০ অর্থবছরে আইটিআর ফাইল করা হয়েছিল যথাক্রমে ৬.৭২ কোটি এবং ৬.৪৭ কোটি । এর মধ্যে শূন্য কর ছিল যথাক্রমে ৪.৮৪ কোটি এবং ২.৯০ কোটি করদাতার।

করদাতার সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন TDS/TCS-এর সীমা সম্প্রসারণ, ব্যক্তিগত I-T-র সরলীকরণ, ITR-এর প্রিফাইলিং, আপডেট রিটার্ন, নতুন ফর্ম ২৬এএস এবং নন-ফাইলার মনিটরিং সিস্টেম। ট্যাক্স রিটার্ন দাখিল করার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারও চালাচ্ছে কর বিভাগ। সীতারামন বলেছেন, “ই-মেইল এবং এসএমএস-এ করদাতাদের আইটিআর ফাইল করার জন্য এবং তাদের বকেয়া কর পরিশোধ করার জন্য রিমাইন্ডার দেওয়া হয়।” অর্থাৎ, আইটিআর ফাইল করার জন্য এবং তাদের বকেয়া কর পরিশোধ করার কথা মনে করিয়ে দেওয়া হয় ইমেইল এবং এসএমএস মারফৎ।