Aadhaar Face Authentication: আধার কার্ড সঙ্গে রাখার ঝক্কি শেষ, এবার মুখ দেখিয়েই দেওয়া যাবে পরিচয়ের প্রমাণ! জানেন কীভাবে?
Aadhaar Face Authentication: ইউআইডিএআই-র তরফে টুইট করে বলা হয়েছে, এবার থেকে আধার ফেস অথেনটিকেশনের ফিচার ব্যবহার করা যাবে ইউআইডিএআই আরডি অ্যাপের মাধ্যমে। অন্যান্য যে সমস্ত অ্যাপে আধার কার্ডের প্রমাণ দিতে হয়, যেমন জীবন প্রমাণ, পিডিএস, কো-উইনের মতো অ্যাপেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।
নয়া দিল্লি: আধার কার্ড ছাড়া বর্তমানে জীবন অন্ধকার। যেকোনও গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। দেশের নাগরিক হওয়ার অন্যতম পরিচয়পত্র এই আধার কার্ড। কীভাবে এই পরিচয়পত্রকে আরও আধুনিক, উন্নত ও প্রতারকদের হাত থেকে সুরক্ষিত রাখা যায়, তার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার ইউআইডিএআই-র তরফে আধার কার্ডে পরিচয় যাচাইয়ের একটি নতুন ধাপ যোগ করা হল। এবার থেকে আধার কার্ডেও থাকবে ফেস অথেনটিকেশনের ব্যবস্থা, যেখানে স্ক্য়ান করলেই বোঝা যাবে আপনার আধার কার্ডটি আসল কি না এবং আধার কার্ডে উল্লেখিত ব্যক্তি আপনিই কি না। সম্প্রতিই ইউডিআইএআই(UIDAI)-র তরফে ফেস অথেন্টিকেশন আরডি সার্ভিস অ্যাপ চালু করা হয়েছে।
এই নতুন পদ্ধতিতে আধার কার্ডের মালিকদের পরিচয় ও অন্যান্য তথ্য সরাসরি ইউআইডিএআইয়ের ডেটাবেসে জমা হবে। এই আধার ফেস অথেনটিকেশন আরডি সার্ভিস অ্যাপ আধার কার্ডে মুখের মিল খুঁজে বের করার পাশাপাশি অন্যান্য একাধিক অ্যাপ, যেমন জীবন প্রমাণ, পিডিএস, স্কলারশিপ স্কিম, কো-উইন, কৃষক কল্য়াণ স্কিমের মতো অ্যাপেও এই ফেস অথেনটিকেশনের ব্যবহার করা যাবে।
#FaceAuthentication Residents are now using the #Aadhaar Face Authentication feature by downloading the #UIDAI #RDApp, which can be used for various #Aadhaar Authentication Apps like #JeevanPraman, #PDS, #Scholarship schemes, #COWIN, #FarmerWelfare schemes.@GoI_MeitY @ceo_uidai pic.twitter.com/c5cZNXEGOz
— Aadhaar (@UIDAI) July 12, 2022
ইউআইডিএআই-র তরফে টুইট করে বলা হয়েছে, এবার থেকে আধার ফেস অথেনটিকেশনের ফিচার ব্যবহার করা যাবে ইউআইডিএআই আরডি অ্যাপের মাধ্যমে। অন্যান্য যে সমস্ত অ্যাপে আধার কার্ডের প্রমাণ দিতে হয়, যেমন জীবন প্রমাণ, পিডিএস, কো-উইনের মতো অ্যাপেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। আধার ফেস আরডি অ্যাপ ফেস অথেনটিকেশন প্রযুক্তির ব্যবহার ব্যক্তির মুখ স্ক্যান করে।
কীভাবে লগ ইন করবেন আধার ফেস আরডি অ্যাপে?
১. প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আধার ফেস আরডি সার্চ করুন।
২. এরপর ইনস্টল অপশনে ক্লিক করুন এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন।
৩. এবার অন স্ক্রিন ফেস অথেনটিকেশন গাইড অনুসরণ করে প্রসিড অপশনে ক্লিক করুন।
৪. মুখে আলো পড়ছে, এমন জায়গায় দাঁড়িয়ে মুখটি ক্যামেরার সামনে আনুন। স্ক্যান হয়ে গেলেই আপনার ফেস অথেনটিকেশন সম্পন্ন হবে। অ্যাপটি ব্যবহারের আগে অবশ্যই ক্যামেরার লেন্স সাফ রাখবেন।