AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Payment: অ্যাকাউন্টে টাকা নেই? UPI AutoPay বাতিল হলে কী করবেন?

UPI AutoPay, NCPI: অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় প্রতি মাসে হাজার হাজার মানুষের অটো-পে নিজে নিজেই ক্যান্সেল হয়ে যায়। আর এতে সমস্যায় পড়ছেন গ্রাহক থেকে যে সংস্থা অটো-পের মাধ্যমে টাকা কাটে, উভয়ই।

UPI Payment: অ্যাকাউন্টে টাকা নেই? UPI AutoPay বাতিল হলে কী করবেন?
Image Credit: Getty Images
| Updated on: Sep 09, 2025 | 4:30 PM
Share

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক কথায় বিপ্লব নিয়ে এসেছে ইউপিআই। আর আমাদের জীবন সহজ করে দিয়েছে ইউপিআই অটো-পে। সিনেমার সাবস্ক্রিপশন, ফোনের বিল বা লোনের ইএমআই এখন নিজে থেকেই কেটে যায়। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় প্রতি মাসে হাজার হাজার মানুষের অটো-পে নিজে নিজেই ক্যান্সেল হয়ে যায়। আর এতে সমস্যায় পড়ছেন গ্রাহক থেকে যে সংস্থা অটো-পের মাধ্যমে টাকা কাটে, উভয়ই।

আপনার কী ক্ষতি হতে পারে?

  • পরিষেবা বন্ধ: পেমেন্ট ফেল হলেই আপনার ওটিটি বা যে অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে, তা বন্ধ হয়ে যেতে পারে।
  • জরিমানা: লোনের ইএমআই বা বিমার প্রিমিয়াম আটকে গেলে আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।
  • অযথা হয়রানি: বাতিল হওয়া পেমেন্ট আবার নতুন করে করতে গিয়ে বা নতুন করে অটো পে সেটআপ করতে গেলে সময় নষ্ট হয় ও মানসিক চাপ বাড়ে।

কীভাবে এই সমস্যা এড়াবেন?

এই সমস্যা থেকে বাঁচতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে পারেন।

  • ব্যালেন্সে নজর রাখুন: যে তারিখে অটো-পে করা রয়েছে তার আগে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা, তা অবশ্যই দেখে নিন।
  • অ্যালার্ট চালু করুন: ব্যাঙ্কের তরফে লো-ব্যালেন্স অ্যালার্ট চালু রাখুন। ঠিক আপনার যত টাকা কাটে অটো-পের মাধ্যমে, তার চেয়ে ব্যালেন্স কমে গেলেই যাতে আপনার কাছে মেসেজ আসে, সেই ব্যোবস্থা রাখুন।
  • বিকল্প অ্যাকাউন্ট যোগ করুন: ইউপিআই-এর সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে রাখুন। একটিতে টাকা না থাকলে যাতে অন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়, সেই ব্যবস্থা করে রাখুন।
  • রিমাইন্ডার দেখুন: বেশিরভাগ অ্যাপই পেমেন্টের ২৪ ঘণ্টা আগে রিমাইন্ডার পাঠায়। সেই নোটিফিকেশনে নজর রাখলে এই ধরণের সমস্যা এড়ানো যায় খুব সহজেই।