AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI, Google Pay: গুগল পে ব্যবহার করেন তো? খুব সাবধান! জালিয়াতি থেকে বাঁচতে এখনই দেখুন

Google Pay, Fraud: ইউপিআই লেনদেনের একটা বিরাট অংশ গুগল পে-র মাধ্যমে হওয়ার পরও তারা ওই ফ্রড রিস্ক ইন্ডিকেটরের নিরাপত্তা বলয়ের বাইরে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সচিব নীরজ মিত্তাল স্পষ্ট জানিয়েছেন, এই জায়ান্ট প্ল্যাটফর্মটি এখনো এফআরআই ইন্টিগ্রেট করেনি।

UPI, Google Pay: গুগল পে ব্যবহার করেন তো? খুব সাবধান! জালিয়াতি থেকে বাঁচতে এখনই দেখুন
| Updated on: Oct 13, 2025 | 7:13 PM
Share

আমাদের দেশের ডিজিটাল লেনদেন গত কয়েক বছরে বেড়েছে হুড়মুড়িয়ে। বর্তমান ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই হয় ইউপিআই মাধ্যমে। আর সেই ইউপিআইয়ের মধ্যে ৩৫ শতাংশ লেনদেনই হয় গুগল পে-র মাধ্যমে। আর এবার সেই ডিজিটাল লেনদেনকে সুরক্ষিত করতে মাঠে নেমেছে FRI বা ফ্রড রিস্ক ইন্ডিকেটর।

ইউপিআই লেনদেনের একটা বিরাট অংশ গুগল পে-র মাধ্যমে হওয়ার পরও তারা ওই ফ্রড রিস্ক ইন্ডিকেটরের নিরাপত্তা বলয়ের বাইরে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের সচিব নীরজ মিত্তাল স্পষ্ট জানিয়েছেন, এই জায়ান্ট প্ল্যাটফর্মটি এখনো এফআরআই ইন্টিগ্রেট করেনি।

দেশজুড়ে হু হু করে বাড়ছে সাইবার ফ্রড। ২০২২ সালে যেখানে এই ধরনের ঘটনার সংখ্যা ছিল ১০ লক্ষের বেশি, সেখানে ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ লক্ষ ৬০ হাজারের কাছাকাছি। এমতাবস্থায়, আপনার মোবাইল নম্বর যাতে স্ক্যামারদের হাতে না পড়ে সেটাই নিশ্চিত করতে চাইছে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। আর সেই লক্ষ্যেই তৈরি হয়েছে এফআরআই। এটি সন্দেহজনক ফোন নম্বরগুলোকে চিহ্নিত করে ও লেনদেনের সময় সতর্কবার্তা দেয়।

আপনাকে বাঁচানোর এই প্রচেষ্টায় কিন্তু গুগল পের থেকে কয়েক যোজন এগিয়ে ফোনপে ও পেটিএম। মাত্র ২ মাসে ফোনপে ১২৫ কোটি টাকা ও পেটিএম ৬৮ কোটি টাকা ক্ষতির হাত থেকে তাদের গ্রাহকদের বাঁচিয়েছে।

তাহলে গুগল পে-র সমস্যাটা কোথায়? ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের কর্মকর্তারা বলছেন, ‘মাল্টিন্যাশনাল সংস্থা হওয়ায় গুগল পে এই প্রযুক্তি ইন্টিগ্রেট করতে বেশি সময় নিচ্ছে’। যদিও গত অগস্ট মাসেই গুগল পে একাই ৮ লক্ষ ৮৪ হাকার কোটি টাকার লেনদেন করেছে। যা মোট লেনদেন হওয়া টাকার অঙ্কের প্রায় ৩৫ শতাংশ ।ফলে, এই বিরাট লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠে যাচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক গত জুন মাসেই দেশের সব ব্যাঙ্ককে এফআরআই বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছে। গুগল এখানে গ্রাহক সুরক্ষায় তাদের নিজস্ব প্রযুক্তির কথা বললেও সরকার সমস্ত ইউপিআই লেনদেনের জন্য এই এফআরআই ইকোসিস্টেম তৈরি করতে চায়। কোটি কোটি ইউজারকে বাঁচাতে দ্রুত এফআরআই করা আবশ্যক বলেই মনে করছেন অর্থনীতির কারবারিরাও।

গুগল পে-র এই দেরি ইউজারদের সুরক্ষাকে বিপন্ন করছে বলেই মত বিশেষজ্ঞদের। দেশের প্রায় ৮৬ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে। আর সেই কারণেই ডিজিটাল নিরাপত্তা আজকের দিনে শুধুমাত্র টেকনিক্যাল কোনও ইস্যু নয়। এটি দেশের সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন। এবার এটাই এখন দেখার যে ঠিক কবে গুগল পে এই এফআরআই তাদের সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেট করে।