AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI, Lost Phone: শুধু লেনদেন নয়, ইউপিআইয়ের মাধ্যমে খুঁজে পাওয়া গেল ফোনও! কীভাবে?

Unified Payment Interface: ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড হল ইউপিআই। দেশের ৮০ শতাংশ খুচরো পেমেন্টই হয় ইউপিআই মাধ্যমে। আর এবার শুধু লেনদেন নয়, এক ব্যক্তির ফোন হারানো থেকে বাঁচিয়ে দিল এই ইউপিআই।

UPI, Lost Phone: শুধু লেনদেন নয়, ইউপিআইয়ের মাধ্যমে খুঁজে পাওয়া গেল ফোনও! কীভাবে?
Image Credit: Getty Images
| Updated on: Sep 24, 2025 | 5:44 PM
Share

আচ্ছা আপনি কোনও ফোন কোথাও ফেলে এলেন, এবং সেই ফোনে কোনও সিম বা ইন্টারনেট কানেকশন নেই। কীভাবে আপনি সেই ফোন কোথায় জানতে পারবেন? আপনার কি মনে হয় আপনি আর সেই ফোন খুঁজে পাবেন? কিন্তু এমনই এক অসম্ভবকে সম্ভবও করে দেওয়া ঘটনা ঘটেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে ভাইরাল হয়েছে এমনই একটি পোস্ট।

শুরু থেকে বলি। ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড হল ইউপিআই। দেশের ৮০ শতাংশ খুচরো পেমেন্টই হয় ইউপিআই মাধ্যমে। আর এবার শুধু লেনদেন নয়, এক ব্যক্তির ফোন হারানো থেকে বাঁচিয়ে দিল এই ইউপিআই।

একটি অটোতে এক দম্পতি ফোন ফেলে যান। আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওই ফোনে কোনও সিম কার্ড ছিল না। তাই ফোন করে যোগাযোগ করার উপায়ও ছিল না। প্রথমে দম্পতি ভেবেছিলেন, ফোনটি চিরতরে হারিয়ে গিয়েছে। কিন্তু এক অভাবনীয় উপায়ে সেই ফোন ফেরত পেলেন তাঁরা।

UPI helped my wife in getting her phone back byu/nabeel487487 inUPI

ওই দম্পতি অটোতে পেমেন্ট করেছিলেন ইউপিআই মাধ্যমে। ফলে, যখনই ওই দম্পতি মনে করেছিলেন সব আশা শেষ, তখনই তাঁদের কাছে আসে এক অপ্রত্যাশিত এসএমএস। তাঁরা দেখেন তাঁদের অ্যাকাউন্টে জমা হয়েছে ১ টাকা। সঙ্গে রয়েছে একটি মেসেজ। সেখানে একটি নম্বরের পাশাপাশি লেখা ছিল ‘প্লিজ কল’। ওই অটো চালকই এমন অভিনব উপায়ে যোগাযোগ করেছিলেন দম্পতির সঙ্গে।

সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করেন তাঁরা। অটোচালক অপেক্ষাই করছিলেন। তারপর তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে ফোনটি তুলে দিলেন। ওই দম্পতি খুশি হয়ে ওই অটো চালককে কিছু পুরষ্কারও দেন। সোশ্যাল মিডিয়ায় এই গল্প ভাইরাল হতেই নেটিজেনরা ওই অটোচালকের সততাকে কুর্নিশ জানিয়েছেন। একজন ইউজার বলেছেন, ‘এই গল্পের আসল হিরো UPI নয়, বরং সেই অটোচালক’।

এই ঘটনা প্রমাণ করে, প্রযুক্তি ও মানবতা যখন এক হয়, তখন কতটা সহজে সমস্যার সমাধান করা যায়। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে মনে রাখবেন, ইউপিআইয়ের পেমেন্ট হিস্টোরি কেবল লেনদেনের রেকর্ড নয়। এটি একটি যোগাযোগের মাধ্যমও হতে পারে। আর এই ধরনের ঘয়না গুলোই আমাদের মনে করিয়ে দেয় আজকের ডিজিটাল ভারতের আসল শক্তি।