AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Transaction: এক মাসে ২ হাজার কোটির বেশি UPI লেনদেন, টাকার অঙ্কে প্রায় ২৫ লক্ষ কোটি!

Unified Payment Interface, NCPI: কেন্দ্র লক্ষ্য স্থির করেছে একদিনে ১০০ কোটির বেশি লেনদেনের। যা হয়তো আগামী বছরেই ছুঁয়ে ফেলব আমরা। বর্তমানে দেশের খুচরো ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই হচ্ছে ইউপিআইতে।

UPI Transaction: এক মাসে ২ হাজার কোটির বেশি UPI লেনদেন, টাকার অঙ্কে প্রায় ২৫ লক্ষ কোটি!
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Sep 03, 2025 | 11:57 AM
Share

আজকের ভারতে ইউপিআই করে না বা ইউপিআই কী সেটা জানে না এমন মানুষ খুবই কম রয়েছে। ভারতের ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড এই ইউপিআই। আর ২০২৫ সালের অগস্ট মাসে এই ইউপিআই ছুঁয়ে ফেলেছে এক নতুন রেকর্ড। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCI-এর তথ্য অনুযায়ী, এই মাসে লেনদেন হয়েছে ২ হাজার কোটির বেশি। আর এই সংখ্যা জুলাইয়ের ১ হাজার ৯০০ কোটি লেনদেনের তুলনায় অনেক বেশি। তবে মোট লেনদেনের মূল্য সামান্য কমে ২৫ লক্ষ ৮ হাজার কোটি থেকে সামান্য কমে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৮৫ হাজার কোটিতে।

এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের অগস্ট মাসে লেনদেনের সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৫০০ কোটি। অর্থাৎ, গত ১ বছরে ইউপিআইয়ের পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। এই বছর অগস্ট মাসে দৈনিক গড় লেনদের সংখ্যা ৬৪ কোটি ৫০ লক্ষ লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৮০ হাজার কোটি টাকা। ২ অগস্ট প্রথমবার ৭০ কোটির বেশি লেনদেন হয়। আর কয়েক দিন পর তা পৌঁছে যায় ৭২ কোটির উপরে। ২০২৩ সালে যেখানে দৈনিক গড়ে ৩৫ কোটি লেনদেন হত, ২ বছরে তা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

কেন্দ্র লক্ষ্য স্থির করেছে একদিনে ১০০ কোটির বেশি লেনদেনের। যা হয়তো আগামী বছরেই ছুঁয়ে ফেলব আমরা। বর্তমানে দেশের খুচরো ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই হচ্ছে ইউপিআইতে। আর এই লেনদেনের ৬৬ শতাংশই প্রায় মার্চেন্ট পেমেন্ট।

ইউপিআইয়ের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় কারণ হল এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের রিয়েল টাইম পেমেন্টের ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে খুব তাড়াতাড়িই ভিসাকে টপকে গোটা বিশ্বে সর্বাধিক ডিজিটাল লেনদেনকারী প্ল্যাটফর্মে পরিণত হতে পারে ইউপিআই।