AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাফিয়ে বাড়ছে UPI লেনদেন, দৈনিক হিসাব ছাড়িয়েছে ৯০ হাজার কোটি!

এসবিআইয়ের দেওয়া তথ্য বলছে যে হারে ইউপিআই বাড়ছে তাতে ধীরে ধীরে ভারতের অনলাইন পেমেন্টের ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে ইউপিআই।

লাফিয়ে বাড়ছে UPI লেনদেন, দৈনিক হিসাব ছাড়িয়েছে ৯০ হাজার কোটি!
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Aug 19, 2025 | 5:09 PM
Share

বর্তমানে পেমেন্ট করার সবচেয়ে সহজ অনলাইন মাধ্যম হল ইউপিআই। চায়ের দোকানে ১০ টাকা হোক বা রেস্তোরাঁয় ১ হাজার টাকা, সর্বত্রই কাজ করে এই ইউপিআই। আর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ইউপিআই লেনদেনের পরিমাণ ও লেনদেনের আর্থিক অঙ্ক। এসবিআইয়ের দেওয়া তথ্য বলছে যে হারে ইউপিআই বাড়ছে তাতে ধীরে ধীরে ভারতের অনলাইন পেমেন্টের ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছে ইউপিআই।

তথ্য বলছে জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী ঐ মাসে দৈনিক গড়ে ৭৫ হাজার ৭৪৩ কোটি টাকার লেনদেন হত ইউপিআই মাধ্যমে। যা বৃদ্ধি পেয়ে জুলাই মাসে গিয়ে দাঁড়ায় ৮০ হাজার ৯১৯ কোটিতে। আর অগস্টের ১৭ তারিখ পর্যন্ত গড় দৈনিক লেনদেন গিয়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪৬ কোটি টাকায়! ইউপিআইয়ের এই উত্থান বুঝিয়ে দেয় দেশ এই মুহূর্তে ইউপিআইয়ের উপর ঠিক কতটা ভরসা করে।

তবে শুধুমাত্র লেনদেনের অঙ্ক বেড়েছে এমনটা নয়। জানুয়ারি থেকে অগস্টের মধ্যে ১ কোটি ২৭ লক্ষ লেনদেন বেড়েছে। ফলে জুলাই মাসে ৬ কোটি ৭৫ লক্ষ ইউপিআই লেনদেন হয়েছে।

এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য বলছে, দেশের প্রথমসারির ব্যাঙ্কগুলো এই ইউপিআই ইকোসিস্টেমকে চালিয়ে নিয়ে চলেছে। সবচেয়ে বেশি ইউপিআই হ্যান্ডেল করেছে তারাই। অন্যদিকে সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট গ্রহণ করেছে ইয়েস ব্যাঙ্ক।