US Shutdown Explained: আমেরিকায় বাজেট নিয়ে অচলাবস্থা, চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম; ভারতে কী প্রভাব?
USA Budget Shutdown, Indian Economy: লক করে দেওয়া হয়েছে আমেরিকার বাজেট। আর এই অচলাবস্থার কারণে স্তব্ধ হয়ে গিয়েছে সে দেশের একাধিক প্রয়োজনীয় সরকারি পরিষেবা। ফলে, এটিকে কেবল আমেরিকার অভ্যন্তরীণ সমস্যা বলে দাগিয়ে দেওয়া যে ঠিক নয়, তা বোঝা যায় যখন সেই সমস্যার প্রভাব পড়তে শুরু করে গোটা বিশ্বের বাজারে।

আমেরিকায় শাটডাউন। আর তার কারণে অচলাবস্থা বিশ্বের অর্থনীতিতে। একদিকে যখন ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা ভারতের বাজার সম্পূর্ণ এখনও সামলে উঠতে পারেনি। আর সেই সময় আর এক ধাক্কা এসে লাগল গোটা বিশ্বের বাজারে। যার জেরে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি। শাটডাউন কী? শাটডাউন, যাবে বাংলায় বলে অচলাবস্থা। মার্কিন কংগ্রেসে বাজেট পেশের সময় রিপাবলিকান ও ডেমক্র্যাটরা হেলথ কেয়ার ফান্ডিং নিয়ে নিজের অবস্থানে অনড়। আমেরিকার সরকার সেনেটরদের সমর্থন পায়নি। আর সেই কারণেই লক করে দেওয়া হয়েছে বাজেট। এই অচলাবস্থার কারণে স্তব্ধ হয়ে গিয়েছে আমেরিকার একাধিক প্রয়োজনীয় সরকারি পরিষেবা। এটিকে কেবল আমেরিকার অভ্যন্তরীণ সমস্যা বলে দাগিয়ে দেওয়া যে ঠিক নয়, তা বোঝা যায় যখন সেই সমস্যার প্রভাব পড়তে শুরু করে...
