ATM Transaction Via UPI: কার্ডও লাগবে না আর, QR কোড স্ক্য়ান করলেই ATM থেকে বেরিয়ে আসবে টাকা, কীভাবে দেখুন

UPI ATM: যদি এটিএম থেকে টাকা তুলতে হয়, তখন ডেবিট বা ক্রেডিট কার্ডই ভরসা। তবে এখন আর এটিএম কার্ডেরও দরকার নেই। এবার থেকে ইউপিআই-র মাধ্যমেই এটিএম থেকে টাকা তোলা যাবে।

ATM Transaction Via UPI: কার্ডও লাগবে না আর, QR কোড স্ক্য়ান করলেই ATM থেকে বেরিয়ে আসবে টাকা, কীভাবে দেখুন
কিউআর কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: আধুনিক যুগে বদলে গিয়েছে সমস্ত কিছু। আর্থিক লেনদেনও আমুল বদলে গিয়েছে। টাকা তোলার জন্য ব্যাঙ্কে আর ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হয় না। মোবাইলের এক ক্লিকেই লেনদেন হয় টাকা। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই-র মাধ্যমে লক্ষাধিক টাকা অবধি লেনদেন করা হয়। আর যদি এটিএম থেকে টাকা তুলতে হয়, তখন ডেবিট বা ক্রেডিট কার্ডই ভরসা। তবে এখন আর এটিএম কার্ডেরও দরকার নেই। এবার থেকে ইউপিআই-র মাধ্যমেই এটিএম থেকে টাকা তোলা যাবে।

মঙ্গলবার মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রথমবার ইউপিআই এটিএম ব্যবস্থা প্রদর্শন করা হয়, যেখানে কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তোলা হয়। এটা ভারতের প্রথম ইউপিআই এটিএম। ইন্টারনেট ব্যবহারকারীরা এটিকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে “গেম-চেঞ্জার” বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল এক্স (টুইটারের নতুন নাম) একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে এক ইনফ্লুয়েন্সার দেখাচ্ছেন কীভাবে এটিএমে কার্ড ছাড়াই টাকা তোলা যাচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে।

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এটিএম স্ক্রিনে ইউপিআই কার্ডলেস ক্য়াশ অপশন দেখাচ্ছে। এবার নিজের প্রয়োজন মতো টাকার অঙ্ক বসাতে হবে। ওই অঙ্ক বসালেই স্ক্রিনে একটি কিউআর কোড আসবে। ভিম অ্যাপ ব্য়বহার করে ওই কিউআর কোড স্ক্য়ান করে এবং ইউপিআই পিন বসালেই এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া ও এনসিআর কর্পোরেশনের সহযোগিতায় এই আধুনিক এটিএম সিস্টেম চালু করা হয়েছে। ইউপিআই এটিএম, সাধারণ এটিএমের মতোই কাজ করবে। এই পরিষেবাও একটা সীমা অবধি বিনামূল্যে ব্য়বহার করা যাবে। এরপরে সার্ভিস চার্জ লাগবে। বর্তমানে ভিম ইউপিআই অ্যাপের মাধ্যমেই কার্ডলেস এটিএম পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে শীঘ্রই গুগল পে, ফোনপে ও পেটিএমের মাধ্য়মেও এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে।