World’s Biggest Exporters: বিশ্ব বাণিজ্যে ভারতের উত্থান, কত মূল্যের পণ্য রফতানি করে আমাদের দেশ, জানেন?
India's Rise in Global Trade: ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে ২০২৪ সালে গোটা বিশ্বের মোট রফতানির মূল্য দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার কোটি ডলার। আর পৃথিবীর শীর্ষ ৩০টি দেশের রফতানি মূল্য সেখানে ২০ লক্ষ ৩০ হাজার কোটি ডলার।

আমরা কথায় কথায় শুনি যে আমাদের দেশ ভারত একাধিক জিনিস আমদানি করে। মধ্যপ্রাচ্য, রাশিয়া সহ একাধিক দেশ থেকে নাকি পেট্রোলিয়াম আমদানি করে আমাদের দেশ। আবার, চিন থেকে ইলেকট্রিনিক্স পণ্য আমদানি করে। কিন্তু ২০২৪ সালের তথ্য কী বলছে জানেন? ভারত নাকি এই বছরে ৪৪ হাজার ৩০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে ২০২৪ সালে গোটা বিশ্বের মোট রফতানির মূল্য দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৫০ হাজার কোটি ডলার। আর পৃথিবীর শীর্ষ ৩০টি দেশের রফতানি মূল্য সেখানে ২০ লক্ষ ৩০ হাজার কোটি ডলার। অর্থাৎ, মোট রফতানি মূল্যের ৮০ শতাংশেরও বেশি।
বিশ্বের সর্ববৃহৎ রফতানিকারক দেশ হল চিন। তাদের রফতানি মূল্য হল ৩ লক্ষ ৬০ হাজার কোটি ডলার। তার ঠিক পরই ২ লক্ষ কোটি ডলারের রফতানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলারের রফতানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে জার্মানি। তার মধ্যেও ভারতের ক্রমবর্ধমান রপ্তানি দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও শিল্পখাত ও বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলে দেশের সক্রিয় ভূমিকার প্রমাণ।
ভারত প্রধানত পেট্রোলিয়াম, ওষুধ, ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র, হিরে ও গয়না রফতানি করে। মেক ইন ইন্ডিয়া ও পিএলআই প্রকল্প ভারতের সক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে।
শুধুমাত্র এশিয়া মহাদেশের দিকটা ধরলে রফতামির ক্ষেত্রে ভারত বর্তমানে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের পর থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় কয়েক যোজন এগিয়ে রয়েছে। আর ভারতের বর্তমানে যে বৃদ্ধির গতি, তা বজায় থাকলে আগামীতে ভারত বিশ্বের বাজারে অন্যতম স্তম্ভে পরিণত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
