AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST: GST লাগবে না স্বাস্থ্য ও জীবনবিমায়, গ্রাহকদের প্রিমিয়ামে কত খরচ পড়বে এবার?

GST Reform: বর্তমানে যদি কোনও গ্রাহক স্বাস্থ্যবিমা বা জীবনবিমা বাবদ ১০০ টাকা খরচ করেন, তাহলে তাকে অতিরিক্ত আরও ১৮ টাকা দিতে হয় জিএসটি বাবদ। এই জিএসটিই দীর্ঘদিন ধরে কমানো বা সম্পূর্ণ তুলে নেওয়ার আর্জি জানাচ্ছিল বিভিন্ন রাজ্য।

GST: GST লাগবে না স্বাস্থ্য ও জীবনবিমায়, গ্রাহকদের প্রিমিয়ামে কত খরচ পড়বে এবার?
প্রতীকী চিত্রImage Credit: X
| Updated on: Sep 11, 2025 | 2:52 PM
Share

নয়া দিল্লি: মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। জিএসটি (GST)-তে আসছে বড় বদল। ২২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়াম ১৮ শতাংশ থেকে শূন্য করে দেওয়া হয়েছে। এতেই খরচ কমবে সাধারণ মানুষের। কতটা কমতে পারে প্রিমিয়াম?

বর্তমানে যদি কোনও গ্রাহক স্বাস্থ্যবিমা বা জীবনবিমা বাবদ ১০০ টাকা খরচ করেন, তাহলে তাকে অতিরিক্ত আরও ১৮ টাকা দিতে হয় জিএসটি বাবদ। এই জিএসটিই দীর্ঘদিন ধরে কমানো বা সম্পূর্ণ তুলে নেওয়ার আর্জি জানাচ্ছিল বিভিন্ন রাজ্য। সেই দাবি  মেনেই ৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি তুলে নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে পরিবার প্ল্যান ও টার্ম প্ল্যানেও জিএসটি থেকে ছাড় দেওয়া হবে।

বিমা সংস্থাগুলি ১৮ শতাংশ জিএসটি নেয়। তাদের আবার এজেন্টের কমিশন, মার্কেটিং, অফিস ভাড়ার উপরে সরকারকে জিএসটি দিতে হয়।

ধরা যাক, বিমা সংস্থা যে ১০০ টাকা নিচ্ছে প্রিমিয়াম বাবদ, তার থেকে ৪০ টাকা অফিস ভাড়া বাবদ, ১০ টাকা বিদ্যুতের খরচ এবং ৩০ টাকা এজেন্ট কমিশনে খরচ করা হয়। এই সমস্ত কিছুর উপরেই ১৮ শতাংশ জিএসটি দিতে হত। ফলে মোট ১২.৬ টাকা জিএসটি দিতে হত।  গ্রাহকদের কাছ থেকে যে ১৮ টাকা জিএসটি নেওয়া হয়, তার সঙ্গে এই জিএসটি অ্যডজাস্ট করা হয়। ইনপুট ট্যাক্স ক্রেডিট বাদ দিয়ে ৫.৪ টাকা থাকে।

এবার জিএসটি শূন্য হয়ে যাওয়ায় গ্রাহকদের জন্য কোনও ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি (ITC) থাকবে না। বিশেষজ্ঞদের মতে, এবার বিমা সংস্থাগুলি সরাসরি গ্রাহকদের উপরে চাপিয়ে দেবে। গ্রাহকদের বিমার ধরনের উপরে এই খরচ নির্ভর করবে। অর্থাৎ এবার জিএসটি না থাকলেও, ১০০ টাকার প্রিমিয়ামের জন্য ১১২.৬ টাকা দিতে হবে।