AAI Recruitment 2023: নবাগতদের জন্য সুখবর, বিমানবন্দরে চাকরির দারুণ সুযোগ, এভাবে আবেদন করুন

AAI Recruitment 2023: এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালায়েড সার্ভিস কোম্পানি লিমিটেডের তরফে জানানো হয়েছে, সিকিউরিটি স্ক্রিনার হিসাবে কর্মী নিয়োগ করা হবে। মোট ৯০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নবাগতরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

AAI Recruitment 2023: নবাগতদের জন্য সুখবর, বিমানবন্দরে চাকরির দারুণ সুযোগ, এভাবে আবেদন করুন
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 7:26 AM

নয়া দিল্লি: এয়ারপোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় চাকরির সুযোগ। এয়ারপোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় লজিস্টিকস অ্যান্ড অ্যালায়েড সার্ভিস কোম্পানি লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নবাগতরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। আগ্রহী আবেদনকারীরা সরাসরি AAICLAS-র অফিসিয়াল ওয়েবসাইট  aaiclas.aero- এ গিয়ে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ ডিসেম্বর।

এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালায়েড সার্ভিস কোম্পানি লিমিটেডের তরফে জানানো হয়েছে, সিকিউরিটি স্ক্রিনার হিসাবে কর্মী নিয়োগ করা হবে। মোট ৯০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নবাগতরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আগ্রহী আবেদনকারীদের সরকার অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। তবে জনজাতি, উপজাতিদের ক্ষেত্রে কাট অফ নম্বর ৫৫ শতাংশ ধার্য করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষা জানতে হবে।

বয়সসীমা-

এই শূন্য়পদে আবেদনের জন্য সর্বাধিক বয়সসীমা ২৭ বছর ধার্য করা হয়েছে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের মাত্র ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।