Calcutta University Recruitment 2023: ৪৫ হাজার টাকা বেতন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চলছে নিয়োগ
Calcutta University Recruitment 2023: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
কলকাতা: শিক্ষকতা করার স্বপ্ন? তবে দারুণ সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের তথা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে দুটি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। এর মধ্যে একটি পদ শিডিউলড কাস্ট আবেদনকারীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।
বেতন-
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক ৪৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
প্রার্থী নির্বাচন-
RCIM.Phil-র নিয়ম ও গাইডলাইন মেনেই এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে আবেদনকারীদের এমফিল ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন ও অনভিজ্ঞ-উভয়ই এই পদে আবেদন করতে পারবেন।
ইন্টারভিউয়ের তারিখ-
আগামী ২১ নভেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে। সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আগ্রহী আবেদনকারীদের বায়োডাটা ও তাদের শিক্ষাগত যোগ্যতার সেল্ফ অ্যাটেসটেট কপি নিয়ে সকাল ১১টার মধ্যে এই ঠিকানায় পৌঁছতে হবে। ঠিকানাটি হল- ইউসিএসটিএ, সিইউ, ৯২ এপিসি রোড, কলকাতা-৭০০০০৯।