CISF recruitment 2022: কেন্দ্রীয় বাহিনীতে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ৭৮৭
Recruitment 2022: ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর অবধি সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৭৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অসংখ্য চাকরিপ্রার্থী ছোটবেলা থেকেই দেশের নিরাপত্তা বাহিনীগুলিতে চাকরি করার স্বপ্ন দেখেন। তাদের স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস বা সিআইএসএফ (Central Industrial Security Forces)। কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.in থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর অবধি সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ৭৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…
বয়স: ১ অগস্ট ২০২২ এর হিসেবে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। আইটিআই ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি, ইডাব্লুএস প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে লাগবে না।
নিয়োগ পদ্ধতি: সব মিলিয়ে ৪টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নথিপত্র পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ হবে এবং চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
এই পদে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।