CRIS Recruitment 2022: ভারতীয় রেলে চাকরি করতে চান? ১৫০ শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই…

CRIS Recruitment 2022: যদি আপনিও সরকারি চাকরি করতে চান, তবে দারুণ সুযোগ দিচ্ছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম।

CRIS Recruitment 2022: ভারতীয় রেলে চাকরি করতে চান? ১৫০ শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2022 | 8:00 AM

কলকাতা: যুগ যুগ ধরে এক চিন্তাধারাতেই বিশ্বাসী সকলে। ভালো চাকরি মানেই সরকারি চাকরি। কর্মক্ষেত্রে নিরাপত্তা চাইলে একমাত্র ভরসার স্থান সরকারি চাকরি(Government Jobs), তা সে কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে সরকারি চাকরির চাহিদা রয়েছে বরাবর। বছরের পর বছর তারা অপেক্ষা করেন সরকারি চাকরির জন্য। কিন্তু কীভাবে পাবেন সরকারি চাকরি? এই প্রশ্নই ঘোরে সকলের মনে। বিগত কয়েক বছর ধরে নানা কারণে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। তবে করোনার ধাক্কা কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে ফের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। শুরু হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগও। যদি আপনিও সরকারি চাকরি করতে চান, তবে দারুণ সুযোগ দিচ্ছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। সরকার অধীনস্থ এই সংস্থা রেলওয়ের যাবতীয় তথ্য সংগ্রহ করে। সাধারণ মানুষও রেল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চান।

সিআরআইএস-এ বর্তমানে অ্যাসিস্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্টেন্ট ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি https://cris.org.in/crisweb/design1/index.jsp এবং https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/Image- এই দুটি লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের তারিখ-

গত ২৫ এপ্রিল থেকে এই দুটি পদে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ২৫ মে অবধি আবেদনপত্র জমা নেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা-

অ্যাসিস্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার- মোট ১৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট ডেটা অ্যানালিস্ট- মোট ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

পদ অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যাবতীয় তথ্য https://cris.org.in- এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

বয়সসসীমা-

আবেদনকারীর বয়স অবশ্যই ২২ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচনের পদ্ধতি-

আইআইটি খড়গপুরের অধীনে আয়োজিত গেট ২০২২ পরীক্ষায় যারা বসেছিলেন, তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবেদনকারীদের মধ্যে থেকে যথাযোগ্য প্রার্থী বাছাই করা হবে।

বেতন-

সরকারি নিয়ম অনুযায়ী ও সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ীই পদ অনুসারে আবেদনকারীদের বেতন ধার্য করা হবে।