AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIIMS Recruitment 2022: AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২ লক্ষ টাকা অবধি বেতন মিলবে

শিক্ষক পদে ৯২ জনকে নিয়োগ করা হবে। ২৮ জন অধ্যাপক, ২১ জন সহযোগী অধ্যাপক এবং ২৫ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।

AIIMS Recruitment 2022: AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২ লক্ষ টাকা অবধি বেতন মিলবে
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 8:30 AM
Share

নয়া দিল্লি: গোরক্ষপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (All India Institute of Medical Sciences, Gorakhpur) বা এইমসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষক পদে ৯২ জনকে নিয়োগ করা হবে। ২৮ জন অধ্যাপক, ২১ জন সহযোগী অধ্যাপক এবং ২৫ জন সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ১৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। কোনও পদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট, কোনও পদের জন্য এমএস আবার কোনও পদের জন্য এমডি থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি নির্দিষ্ট অভিজ্ঞতাও প্রয়োজন, প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এমনটাই জানা গিয়েছে।

আবেদনের যোগ্যতা

প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ৫৮ বছরের কম হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন (প্রতি মাসে)

প্রফেসর: ২ লক্ষ ২০ হাজার টাকা

অ্যাডিশনাল প্রফেসর: ২ লক্ষ টাকা

অ্যাসোসিয়েট প্রফেসর: ১ লক্ষ ৮৮ হাজার টাকা

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ১ লক্ষ ৪২ হাজার ৫০৬ টাকা

আবেদন পদ্ধতি

প্রথমেই এইমসের অফিসিয়াল ওয়েবসাইট https://aiimsgorakhpur.edu.in/ -এ চলে যেতে হবে।

সেখানে গিয়ে Current Notices-এ ক্লিক করতে হবে।

সেখানে ক্লিক করার পর “Rolling Notification for the recruitment of Group ‘A’ Faculty Posts on Direct recruitment / Deputation/ Contractual basis” এ ক্লিক করতে হবে।

নতুন উইন্ডোতে পিডিএফ ফরম্যাটে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখানেই আবেদন পদ্ধতি লেখা থাকবে। সেই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।