IB Recruitment: আইবি-তে চাকরি করতে চান? শীঘ্রই আবেদন করুন
IB Recruitment: ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ শুরু হতে চলেছে। অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড ২ পদে নিয়োগ। মোট ২২৬টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদনকারীদের অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে GATE পাশ হতে হবে।
নয়া দিল্লি: ফের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) নিয়োগ শুরু হতে চলেছে। অ্যাসিসট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড ২ পদে নিয়োগ। মোট ২২৬টি শূন্যপদে নিয়োগ হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in- এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ জানুয়ারি।
শূন্যপদ
মোট ২২৬টি শূন্যপদে নিয়োগ হবে। যার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ৭৯টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ১৪৭টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে GATE পাশ হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের কোনও সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে উপরিউক্ত বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের GATE স্কোরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে এবং ইন্টারভিউয়ে ডাকা হবে। এরপর ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।