AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways Recruitment: ৩৫ হাজার টাকা থেকে বেতন শুরু, রেলে চাকরির বিরাট সুযোগ, এখনই আবেদন করুন

Indian Railways: রেলের একাধিক পদে শুরু হল কর্মী নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চার ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা করা হবে।

Railways Recruitment: ৩৫ হাজার টাকা থেকে বেতন শুরু, রেলে চাকরির বিরাট সুযোগ, এখনই আবেদন করুন
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Nov 01, 2025 | 2:57 PM
Share

নয়া দিল্লি: যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ খবর। রেলে চাকরির বিরাট সুযোগ। রেলের একাধিক পদে শুরু হল কর্মী নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১ অক্টোবর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-তে গিয়ে আবেদন করা যাবে।

শূন্যপদ-

জানা গিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালর্জিকাল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হবে।

আবেদনের তারিখ-

৩১ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। যদি কেউ আবেদনপত্রে ভুল করে থাকেন, তবে ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে সেই আবেদন সংশোধন করা যাবে।

বেতন-

এই শূন্যপদে মাসিক বেতন হবে ৩৫ হাজার ৪০০ টাকা। এছাড়াও সরকারি সমস্ত সুযোগ-সুবিধা, ডিএ, ট্রাভেল অ্যালাওয়েন্স, চিকিৎসা ও পেনশনের সুবিধাও পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীদের অবশ্যই বি.ই বা বি.টেক ডিগ্রি থাকতে হবে। কিংবা কম্পিউটার সায়েন্স বা আইটি-তে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। যারা কেমিস্ট্রি বা ফিজিক্সে স্নাতক, তারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন করার ন্যূনতম বয়স হল ১৮ বছর। সর্বাধিক ৩৩ বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে। ২০২৬ সালের ১ জানুয়ারির হিসাবে বয়স নির্ধারণ করা হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

নিয়োগ পরীক্ষা-

চার ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা করা হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ৯০ মিনিট পরীক্ষার সময়। অঙ্ক, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন আসবে।  পরীক্ষায় নেগেটিভ মার্কিংও থাকবে। প্রতিটি ভুল উত্তরে ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে ১৫০ প্রশ্নের উপরে পরীক্ষা হবে। ১২০ মিনিট সময় দেওয়া হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, পরিবেশ ও জেনারেল নলেজের উপরে প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় কোনও নেগেটিভ নম্বর থাকবে না।

তৃতীয় ধাপে আবেদনকারীর তথ্য ভেরিফিকেশন করা হবে। যদি সব তথ্য ঠিক থাকে, তাহলে মেডিক্য়াল পরীক্ষা হবে এবং যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন ফি-

জেনারেল, ওবিসি ও পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি দিতে হবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in- এ যেতে হবে।
  • এরপর হোমপেজে অ্য়াপ্লাই অনলাইন- অপশনে ক্লিক করতে হবে।
  • এবার নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক সিলেক্ট করে তাতে নিজেদের তথ্য পূরণ করুন।
  • লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করুন।
  • এরপরে আবেদন ফি জমা দিন।
  • সাবমিট করুন এবং একটা প্রিন্ট আউট বের করে রাখুন।