AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KPFWS: স্টাইপেন্ড ১৫,০০০ টাকা, ফের চালু হচ্ছে দীর্ঘ দিন বন্ধ থাকা স্কলারশিপ! কারা যোগ্য? কবের মধ্যে আবেদন?

KPFWS: কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ কেবল মাত্র কলকাতা পুলিশের কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য। কলকাতার পুলিশের এসআই, এএসআই, সার্জেন্ট, হোম গার্ড, কেবিডি স্টাফ এবং কনস্টেবলের সন্তানরাই এই বৃত্তি পাওয়ার যোগ্য।

KPFWS: স্টাইপেন্ড ১৫,০০০ টাকা, ফের চালু হচ্ছে দীর্ঘ দিন বন্ধ থাকা স্কলারশিপ! কারা যোগ্য? কবের মধ্যে আবেদন?
| Updated on: Jun 07, 2025 | 8:01 PM
Share

দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ। এই প্রকল্পের আওতায় মোট ৪৯০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বৃত্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে। কারা পাবেন এই বৃত্তি? কারা আবেদন করতে পারবেন?

কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ কেবল মাত্র কলকাতা পুলিশের কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য। কলকাতার পুলিশের এসআই, এএসআই, সার্জেন্ট, হোম গার্ড, কেবিডি স্টাফ এবং কনস্টেবলের সন্তানরাই এই বৃত্তি পাওয়ার যোগ্য।

কলকাতা পুলিশের এই সব পদে কর্মরত কর্মীদের সন্তানরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং-এর মতো পেশাদার কোর্স নিয়ে পড়াশোনার জন্য মিলবে বৃত্তি।

জানা গিয়েছে এই বৃত্তি পাওয়ার জন্য স্কুল পর্যায়ে একটি নির্দিষ্ট পরিমাণ নম্বর পাওয়াটা আবশ্যক। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তি পেতে চাইলে প্রত্যেক বছর ৪০-৯০ শতাংশ নম্বর পাওয়াটা জরুরি।

স্কুল পাস করে কলেজে উঠলে স্নাতক বা স্নাতোকত্তর স্তরের পড়ুয়াদের এই বৃত্তি পেতে হলে প্রত্যেক সেমিস্টারে বা পরীক্ষায় ধারাবাহিক ভাবে ৬৫ শতাংশ নম্বর পাওয়াটা জরুরি।

জানা যাচ্ছে, এই প্রকল্পের অধীনে সর্ব নিম্ন ১০০০টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা অবধি বৃত্তি পাওয়া যায়। শিক্ষার্থীর মেধার ভিত্তিতে নির্ধারেণ হবে কে বৃত্তি পাবেন, কে পাবেন না।

এই বৃত্তি পাওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৫। আবেদনপত্র জমা দিতে হবে বডিগার্ড লাইনসে কলকাতা পুলিশের ফ্যামেলি ওয়েলফেয়ার সেন্টারে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাবর্ষ অনুসারে মার্কশিটের কপি, আধার কার্ড বা ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স দিতে হবে। এই স্কলারশিপ চালু হলে প্রায় ৩০ হাজার পুলিশ কর্মী উপকৃত হতে পারেন বলে ধারণা।