AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army Recruitment: মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এই চাকরিতে, বেতন ৬৩,০০০ পর্যন্ত

Indian Army Recruitment: নিয়োগ হবে শতাধিক পদে। ভারতীয় সেনার হেডকোয়ার্টারে কাজ করতে হবে।

Indian Army Recruitment: মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এই চাকরিতে, বেতন ৬৩,০০০ পর্যন্ত
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 8:09 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় সেনার জন্য কাজ করতে পারার স্বপ্ন অনেকেরই থাকে। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনা। মাধ্যমিক পাশ করলেই সেই চাকরির জন্য আবেদন করা যাবে। নিয়োগ হবে শতাধিক পদে। ভারতীয় সেনার হেডকোয়ার্টারে কাজ করতে হবে। মূলত গ্রুপ সি পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই চাকরিতে বেতন মিলতে পারে মাসে ১৮ হাজার থেকে ৬৩ হাজার পর্যন্ত। indianarmy.nic.in এই ওয়েবসাইটে গেলে নিয়োগ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। অফলাইনেই আবেদন করা যাবে এই পদের জন্য।

কোন পদে কত নিয়োগ

সাফাইওয়ালা- শূন্যপদ ২৮ মেসেঞ্জার- শূন্যপদ ৩ মেস ওয়েটার- শূন্যপদ ২২ বার্বার- শূন্যপদ ৯ ওয়াশারম্যান- শূন্যপদ ১১ মশালচি- শূন্যপদ ১১ কুক- শূন্যপদ ৫১

যোগ্যতা

সবকটি পদের ক্ষেত্রেই দশম শ্রেণি উত্তীর্ণ হলে আবেদন করা যাবে।

বয়সের সীমা-

১৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত বয়স হলে ভারতীয় সেনার গ্রুপ সি পদে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করেই নিয়োগ হবে। সঙ্গে একটি প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে।

কোন বিষয়ে পরীক্ষা

মূলত দশম শ্রেণি পর্যন্ত সিলেবাসের ওপর ভিত্তি কেই পরীক্ষা নেওয়া হবে। অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞানকেই গুরুত্ব দেওয়া হবে। এমসিকিউ আকারে হবে প্রশ্নপত্র।

কীভাবে আবেদন করবেন

অফলাইনে ফর্ম সংগ্রহ করতে হবে। ইংরেজিতে পুরো ফর্ম পূরণ করতে হবে। তারপর তা নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে- HQ 22 Movement Control Group, PIN-900328, c/o 99 APO