PNB Recruitment: বার্ষিক বেতন প্রায় ১৬ লক্ষের কাছাকাছি, PNB তে একাধিক পদে চলছে নিয়োগ

PNB Recruitment: পিএনবিতে নিয়োগ করা হচ্ছে। ২৩ ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:00 AM
এদিকে ৬৬৬ দিনের আমানতে সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ। তবে ৬৬৭ দিন থেকে ২ বছরের মেয়াদের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। বর্তমানে এই আমানতের সুদের হার মিলবে ৬.৭৫ শতাংশ। আর ২ বছরের বেশি সময় থেকে তিন বছরের স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদের হার ৬.৭৫ শতাংশ করা হয়েছে। তবে ৩ বছরের বেশি থেকে ১০ বছরের মেয়াদের আমানতে সুদের হারে কোনও সুদের হার বাড়ানো হয়নি।

এদিকে ৬৬৬ দিনের আমানতে সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ। তবে ৬৬৭ দিন থেকে ২ বছরের মেয়াদের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। বর্তমানে এই আমানতের সুদের হার মিলবে ৬.৭৫ শতাংশ। আর ২ বছরের বেশি সময় থেকে তিন বছরের স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদের হার ৬.৭৫ শতাংশ করা হয়েছে। তবে ৩ বছরের বেশি থেকে ১০ বছরের মেয়াদের আমানতে সুদের হারে কোনও সুদের হার বাড়ানো হয়নি।

1 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

2 / 5
৭ দিন থেকে ৪৫ দিনের আমানতে ৩.৫০ শতাংশ হারেই এবং ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতে ৪.৫০ শতাংশ হারেই সুদ দিতে থাকবে পিএনবি। তবে ১ বছর থেকে ৬৬৫ দিনের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে পিএনবি। বর্তমানে এই মেয়াদের আমানতে সুদের হার ৬.৩০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৬.৭৫ শতাংশ।

৭ দিন থেকে ৪৫ দিনের আমানতে ৩.৫০ শতাংশ হারেই এবং ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতে ৪.৫০ শতাংশ হারেই সুদ দিতে থাকবে পিএনবি। তবে ১ বছর থেকে ৬৬৫ দিনের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে পিএনবি। বর্তমানে এই মেয়াদের আমানতে সুদের হার ৬.৩০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৬.৭৫ শতাংশ।

3 / 5
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স  হতে হবে  ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

4 / 5
পিএনবি ১০ লক্ষ টাকা থেকে ১০০ কোটি টাকার কম পরিমাণের আমানতের উপর বার্ষিক ২.৭৫ শতাংশ হারে সুদ দিতে থাকবে। ১০ লক্ষ টাকার নীচে এই ব্যাঙ্ক ২.৭০ শতাংশ হারে সুদ দেবে।

পিএনবি ১০ লক্ষ টাকা থেকে ১০০ কোটি টাকার কম পরিমাণের আমানতের উপর বার্ষিক ২.৭৫ শতাংশ হারে সুদ দিতে থাকবে। ১০ লক্ষ টাকার নীচে এই ব্যাঙ্ক ২.৭০ শতাংশ হারে সুদ দেবে।

5 / 5
Follow Us: