Recruitment in Uttar Bangla University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে সফল হলেই মিলবে মাসিক ২ লক্ষ টাকা বেতন

Recruitment in Uttar Bangla University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। ১৫ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

Recruitment in Uttar Bangla University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে সফল হলেই মিলবে মাসিক ২ লক্ষ টাকা বেতন
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 9:15 AM

আমরা নিজেদের পেশা নিয়ে এক একজন এক একরকমের স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্ন যেরকম সফল হয় না। কিছু স্বপ্ন ডানা মেলে উড়তেও শেখে। আকাশ ছুঁয়েও ফেলে। আমরা স্কুল-কলেজ জীবনেই বেছে নিই জীবনে কোনদিকে এগিয়ে যাব বা কোন পথে গেলে আমাদের সাফল্য আসবে। সেরকমই কেউ পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ও এক বুক প্রত্যাশা নিয়ে নিজ নিজ পথে এগিয়ে যান। আবার অনেকের মূল্য লক্ষ্য থাকে সরকারি চাকরি   করা। সেই লক্ষ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির দিকে যেমন থাকে নজর সেরকমই প্রস্তুতি চলতে থাকে পাশাপাশি। আর যাঁরা সেই সরকারি চাকরির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।

নিয়োগকারী সংস্থা:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (University of North Bengal)

পদের নাম:

রেজিস্ট্রার (Registrar) ও ফিন্যান্স অফিসার (Finance Officer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২ টি পদের জন্য করা হবে নিয়োগ।

নিয়োগস্থল:

পশ্চিমঙ্গের দার্জিলিঙে করা হবে নিয়োগ।

বেতন:

মাস গেলে বেতন মিলবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞাপ্তি অনুযায়ী,রেজিস্ট্রার পদে আবেদন করার জন্য স্নাতকোত্তর করতে হবে। আর ফিন্যান্স অফিসার পদে আবেদনের জন্য কর্মাসে স্নাতকোত্তর করতে হবে।

বয়সসীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি, ওবিসি-এ, ওবিসি-বি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১ হাজার টাকা দিতে হবে। এছাড়া বাকি প্রার্থীদের ২ হাজার টাকা করে দিতে হবে। অনলাইনেই আবেদনমূল্য জমা করতে হবে প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

১৫ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন