SSC Constable GD recruitment 2022: বড় খবর! সশস্ত্র বাহিনীতে ২৪ হাজার পদে নিয়োগের ঘোষণা SSC-র
Recruitment 2022: জানা গিয়েছে, সব মিলিয়ে ২৪ হাজার ৩৬৯টি পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। সিআইএসএফ, বিএসএফ ও অসম রাইফেলসের মতো দেশের সশস্ত্র বাহিনীতে এই শূন্যপদগুলি রয়েছে।
কলকাতা: ভারতের মতো উন্নয়নশীল দেশে অন্যতম বড় সমস্যা বেকারত্ব। পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই সম্মানজনক চাকরি খুঁজে পাচ্ছে না। করোনা ভাইরাসের সুবাদে চাকরির বাজার আরও পড়েছে। অসংখ্য চাকরিপ্রার্থীর সরকারি জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বা এসএসসির তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, সব মিলিয়ে ২৪ হাজার ৩৬৯টি পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। সিআইএসএফ, বিএসএফ ও অসম রাইফেলসের মতো দেশের সশস্ত্র বাহিনীতে এই শূন্যপদগুলি রয়েছে। ৩০ নভেম্বর অবধি এই পদগুলিতে আবেদন করা যাবে। এই পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদন পদ্ধতিই বা কী, এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
প্রথমেই আবেদনকারীদের ssc.nic.in ওয়েবসাইটে চলে যেতে হবে। এবার সেখানের হোমপেজে গিয়ে নিজেরদের নাম নথিভুক্ত করতে হবে।
এবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নাম লগইন করতে হবে।
২০২৩ সালে জানুয়ারি মাসে অনলাইনে পরীক্ষা হবে। তবে পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
কম্পিউটার নির্ভর পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে এবং তারপর মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী বাছাই হবে।
এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া হবে।