UPSC পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশিত, কী ভাবে দেখবেন জানুন
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নেভাল অ্যাকাডেমি পরীক্ষা (II) ২০২২ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ফল প্রকাশ করেছে UPSC।

নয়া দিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নেভাল অ্যাকাডেমি পরীক্ষা (II) ২০২২ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ফল প্রকাশ করেছে UPSC। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এর মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারেন। মূল পরীক্ষাটি ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।
UPSC-এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমি পরীক্ষা (II) ২০২২-এর লিখিত পরীক্ষা ৪ সেপ্টেম্বর ২০২২-এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়েছিল। সেই পরীক্ষায় সফল ৫৩৮ জন প্রার্থীর ইন্টারভিউ নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারই ফলাফলের ভিত্তিতে মেধার ক্রম অনুসারে সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করল UPSC।
১৫০ তম কোর্সের জন্য এবং ১১২ তম ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি কোর্সের (INAC) জন্য জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী শাখায় ভর্তির জন্য পরীক্ষাটি প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হয়েছিল। এই পরীক্ষা সম্পর্কিত আরও তথ্যের জন্য প্রার্থীরা UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
UPSC NDA NA II ফাইনাল রেজাল্ট ২০২৩ কী ভাবে চেক করবেন? ১) প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in দেখুন। ২) হোম পেজে দেওয়া NDA NA II ফাইনাল ফলাফলের লিঙ্কে ক্লিক করুন। ৩) PDF আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। ৪) এখন রোল নম্বরের সাহায্যে ফলাফল পরীক্ষা করুন। এছাড়া প্রার্থীরা সরাসরি UPSC NDA NA II লিঙ্কে ক্লিক করে চূড়ান্ত ফলাফল দেখতে পারেন।
