UPSC recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, এইভাবে আবেদন করুন
UPSC recruitment 2023: ইউপিএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।

নয়া দিল্লি: সরকারি চাকরি করতে চান? তবে দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইউপিএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য-
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর।
শূন্যপদ-
ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদগুলি হল-
গুডস ইন্সপেক্টর- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ফোরম্যান (কেমিক্যাল)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ফোরম্য়ান (মেটালোর্জি)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ফোরম্যান (টেক্সটাইল)- মোট ২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ফরেন্সিক সায়েন্স)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (লেকচারার)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর- মোট ৭টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
উনানি ফিজিশিয়ান- মোট ২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
নির্বাচন প্রক্রিয়া-
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তবে কয়েকটি পদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে। তার পরের ধাপে ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য় আবেদনকারীদের ২৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের এই শূন্যপদে আবেদনের জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না। অনলাইনে নেট ব্য়াঙ্কিংয়ের মাধ্যমে বা ভিসা, মাস্টার কার্ড, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।





