Mamata Banerjee: হিয়ারিংয়ে ঢুকতে দিচ্ছে না কমিশন, বিএলএ-দের বড় নির্দেশ মমতার
Mamata Banerjee on BLA: শনিবার থেকে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের। এই নিয়ে অভিষেক সরব হওয়ার পর তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে জানতে চেয়েছিল, কেন হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের? এই নিয়ে লিখিত নির্দেশ দেওয়ার দাবি জানায় রাজ্যের শাসকদল।

বাঁকুড়া: এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি থেকে বিএলও-দের সঙ্গে ছিলেন রাজনৈতিক দলগুলির বিএলএ-রা। কিন্তু, হিয়ারিংয়ের সময় তাঁদের থাকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই বিএলএ-রা শুনানিতে থাকতে পারবেন না। কমিশনের এই কঠোর অবস্থানের পর দলের বিএলএ-দের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হিয়ারিংয়ের জন্য ঢুকতে না দিলে, কী করবেন বিএলএ-রা, মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের সভা থেকে তা জানিয়ে দিলেন তিনি।
এদিন বড়জোড়ার সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বিএলএ-দের মাঠ না ছাড়ার বার্তা দেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, “হিয়ারিংয়ের অফিসের বাইরে ক্যাম্প করে বসে থাকুন। মানুষকে সাহায্য করুন।” একইসঙ্গে তাঁর বার্তা, এখন কোনও পিকনিক নয়। কোনও উৎসব নয়। এখন শুধু গণতন্ত্রের উৎসব।
শনিবার থেকে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের। এই নিয়ে অভিষেক সরব হওয়ার পর তৃণমূলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে জানতে চেয়েছিল, কেন হিয়ারিংয়ে থাকতে দেওয়া হচ্ছে না বিএলএ-দের? এই নিয়ে লিখিত নির্দেশ দেওয়ার দাবি জানায় রাজ্যের শাসকদল। এমনকি, গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে হিয়ারিংয়ে বিএলএ-দের থাকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একটি শুনানিকেন্দ্রে দিয়ে শুনানি বন্ধ করে দেন। তারপরই কমিশন শুনানিকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ডিজিপি ও পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেয়। কমিশন জানিয়ে দেয়, শুনানির সময় কোনওভাবেই বিএলএ-রা সেখানে থাকতে পারবেন না। এই আবহে এদিন দলের বিএলএ-দের মাঠ না ছাড়ার বার্তা দিলেন। শুনানিকেন্দ্রের বাইরে ক্যাম্পে থাকতে বললেন। যাতে কোনও ন্যায্য ভোটারের নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বললেন বিএলএ-দের।
