Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tipu Sultan: টিপু সুলতানকে কে হত্যা করেছে? কর্নাটকের রাজনীতিতে আমদানি নতুন বিতর্কের

Karnataka Politics: দক্ষিণের এই রাজ্যে রাজনৈতিক ইস্যুতে ফের চলে এল টিপু সুলতানের নাম। কর্নাটকের এই মুসলিম শাসককে কে হত্যা করেছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Tipu Sultan: টিপু সুলতানকে কে হত্যা করেছে? কর্নাটকের রাজনীতিতে আমদানি নতুন বিতর্কের
টিপু সুলতানের হত্য়াকারী কে?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 2:11 PM

বেঙ্গালুরু: কর্নাটকে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক বিতর্ক মাথা চাড়া দিচ্ছে। দক্ষিণের এই রাজ্যে রাজনৈতিক ইস্যুতে ফের চলে এল টিপু সুলতানের নাম। কর্নাটকের এই মুসলিম শাসককে কে হত্যা করেছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির দাবি, ব্রিটিশ বা মরাঠিরা টিপু সুলতানকে হত্যা করেনি। বরং টিপু সুলতানের হত্যাকারী কর্নাটকের ভোগ্গালিকা সম্প্রদায়ের দুই নেতা। সে রাজ্যের অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ভোগ্গালিকা সম্প্রদায়ের নেতা ভিডি সাভারকরের সঙ্গে টিপু সুলতানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি উস্কে দিতে চাইছে বিজেপি। এর মাধ্যমে বিজেপি মেরুকরণের চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। মহীশূরের আশপাশে বসবাসকারী এই সম্প্রদায়ের মানুষের মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াইকে আলোকিত করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ। এমনকি ওই সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিজেপির এই দাবি খারিজ করেছেন। কিন্তু বিজেপি নিজেদের দাবি থেকে সরে আসেনি।

ভোগ্গালিকা সম্প্রদায়কে নিয়ে কর্নাটকের রাজনীতি অবশ্য নতুন নয়। ওই সম্প্রদায়ের মানুষরা মনে করেন অষ্টদশ শতকের শাসক টিপু সুলতান অত্যাচারী ছিলেন। তাঁর বিরুদ্ধে লড়াই করে তাঁকে হত্যা করেছিলেন উরি গৌড়া ও নানজে গৌড়া নামের দুই ভোগ্গালিকা যোদ্ধা। এই দাবির পিছনে ঐতিহাসিক নথি রয়েছে বলে দাবি করেছে বিজেপি। কিছু ভোগ্গালিকা সম্প্রদায়ের নেতাও তাতে সুর মিলিয়েছেন। কিন্তু এই দাবি নিয়ে মতান্তর রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। ওই দুই ভোগ্গালিকা চরিত্র কাল্পনিক বলেও মনে করে হয়। কিন্তু এই বিশ্বাসকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

বিজেপির এই দাবির পর আসরে নামতে হয়েছে নির্মলানন্দনাথ মহাস্বামীজিকে। তিনি শ্রী আদিচুঞ্চুনাগিরি মহাসংস্থানম মঠের প্রধান। ভোগ্গালিকা সম্প্রদায়ের কাছে তিনি শ্রদ্ধেয়। তবে টিপু সুলতানের হত্যা নিয়ে বিজেপি-র দাবি নস্যাৎ করেছেন তিনি। বলেছেন, “টিপু সুলতানের হত্যাকারী সম্পর্কে ঐতিহাসিক নথি থাকলে তা মঠের কাছে জমা দেওয়া উচিত। তার আগে ভোগ্গালিকাদের জড়িয়ে প্রচার উচিত নয়। কারণ এ নিয়ে কোনও ঐতিহাসিক প্রেক্ষাপট নেই।” যদিও বিজেপি নিজের দবি থেকে সরে আসতে রাজি নয়। দুর্নীতিতে বিদ্ধ কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এ নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি। তিনি বলেছেন, “গবেষণায় সত্যিই উঠে আসবে।”

দীর্ঘ দিন ধরেই ভোগ্গালিকা সম্প্রদায়ের ভোট গিয়েছে কংগ্রেস ও জনতা দল সেক্যুলারের ঝুলিতে। সেই ভোটে থাবা বসাতে মরিয়া বিজেপি। সে জন্যই টিপু সুলতানের মৃত্যু বিতর্ক উস্কে দিয়ে মেরুকরণের রাজনীতি বিজেপি করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।