পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্রের ফলাফল 2024

১৮তম লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। সারা দেশে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও। উত্তর প্রদেশ (৮০) এবং মহারাষ্ট্রের (৪৮) পর, দেশের সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গেই, ৪২টি। এর মধ্যে ১০টি আসন তফশিলি জাতি এবং ৪৭টি দুটি আসন তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত। গতবার, অর্থাৎ, ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে রকেটের গতিতে উত্থান ঘটেছিল বিজেপির। জোর টক্কর দেখা গিয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। ৪২টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১৮টি আসনে, আর তৃণমূল কংগ্রেস ২২টি আসনে। কংগ্রেস দুটি আসনে জিতেছিল, বামফ্রন্টের ঝুলিতে একটিও আসন যায়নি। 

পশ্চিমবঙ্গ প্রার্থী তালিকা ২০২৪

এবারের নির্বাচনেও মূল লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্য়েই। লোকসভা নির্বাচনের আগে ২৫-২৬টি বিজেপি বিরোধী দল মিলে 'ইন্ডিয়া' জোট গঠন করেছে। ইন্ডিয়া জোটের শরিক ছিল তৃণমূল কংগ্রেসও। কিন্তু, দীর্ঘদিন ধরে কংগ্রেস তাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা না করায়, শেষ পর্যন্ত ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বামেরা অবশ্য শুরু থেকেই জানিয়ে দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে যাবে না তারা। পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে আসন ভাগাভাগি করছে কংগ্রেস এবং বামেরা। জোটে সামিল হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-ও। 

লোকসভা নির্বাচন ২০২৪ অঞ্চল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন- ২০১৯  লোকসভা নির্বাচনে বাংলা থেকে কয়টি আসন জিতেছিল বাম ও কংগ্রেস? 

উত্তর- কংগ্রেস ২টি, বামেরা একটিও আসন জিততে পারেনি।

প্রশ্ন: ২০১৯ সালের নির্বাচনে রাজ্যে কত শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস?

উত্তর: ৪৩.৬৯ শতাংশ।

প্রশ্ন: বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে টানা কতবার জিতেছেন অধীর চৌধুরী?

উত্তর: ১৯৯৯, ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০১৯ - পাঁচবার।

প্রশ্ন: বাংলা থেকে বিজেপি কবে প্রথম একটি লোকসভা আসন জিতেছিল?

উত্তর: ১৯৯৮ সালে, দমদম থেকে জয়ী হন তপন শিকদার।

প্রশ্ন: বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ কতগুলি আসন জিতেছিল এবং কবে?

উত্তর: ২০১৪ ,সালের লোকসভা নির্বাচনে ৩৪টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, এটাই তাদের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স।

ভোটের খবর ২০২৪