AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নজরে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, নেতাদের নিয়ে বৈঠকে বসছেন মোদী

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তো নজর রয়েছেই। তবে কৃষক আন্দোলনও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

নজরে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, নেতাদের নিয়ে বৈঠকে বসছেন মোদী
ফাইল চিত্র।
| Updated on: Feb 15, 2021 | 8:34 PM
Share

নয়া দিল্লি: শুধু পশ্চিমবঙ্গ তো নয়। চলতি বছর বাংলা-সহ মোট ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election) অনুষ্ঠিত হতে চলেছে। ফলে সর্বভারতীয় বিজেপি (BJP) নেতৃত্বের জন্য বছরটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। সেই কথা মাথায় রেখেই আগামী ২১ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় পদাধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যেখানে বঙ্গ বিজেপির পক্ষ থেকেও একাধিক নেতারা হাজির থাকবেন।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তো নজর রয়েছেই। তবে কৃষক আন্দোলনও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা ৭০ দিন অতিবাহিত হওয়া এই আন্দোলন পাঁচ রাজ্যের ভোটেই বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই কৃষি আইন নিয়ে নির্বাচনী প্রচারের রোডম্যাপ কেমন হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী কোনও বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে বিজেপি নেতাদের।

আরও পড়ুন: কিডনি ফেলিওরে মৃত্যু হয়নি মইদুলের, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

বিজেপি সূত্রে খবর, সকল রাজ্যের পর্যবেক্ষক, সহ-পর্যবেক্ষ, রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। রাজ্যের পক্ষ থেকে দিলীপ ঘোষ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তী, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন যোগ দেবেন বৈঠকে। ২১ ফেব্রুয়ারি বৈঠক সেরে সেদিনই তাঁরা ফিরবেন। কেননা পরদিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসার কথা স্থির রয়েছে।

আরও পড়ুন: বিজেপি ডক্টর্স সেলের সভায় উপস্থিতির জের? অপসারিত কোভিড ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর